ভারতের মধ্যপ্রদেশে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পার ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত ও ২৪ জন আহত হয়েছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) পুলিশ জানায়, শনিবার গভীর রাতে মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে প্রায় ৪৯০ কিলোমিটার উত্তর-পূর্বে মাইহার জেলার নাদান দেহাত থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেন, 'গতকাল গভীর রাতে নাদান দেহাত থানা এলাকায় জাতীয় সড়কে যাত্রীবাহী একটি স্লিপার কোচ বাস দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই একটি ডাম্পার ট্রাকে ধাক্কা মারে। এতে ১০ জন নিহত ও ২৪ জন আহত হয়।’
আরও পড়ুন: স্পেন যাওয়ার পথে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবি, নিহত ৯, নিখোঁজ ৪৮
তিনি আরও জানান, ঘটনাস্থলেই ৫ জন মারা যান। ২৯ জনকে আহতাবস্থায় সাতনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন আরও পাঁচজনের মৃত্যু হয়। আরও দুই যাত্রীর অবস্থা আশঙ্কাজনক।
বাসটি উত্তর প্রদেশ থেকে মহারাষ্ট্রের নাগপুর যাচ্ছিল।
পুলিশ জানিয়েছে, আর্থমুভার ও স্টিল কাটার ব্যবহার করে দুমড়ে-মুচড়ে যাওয়া বাসের ভেতর আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন উদ্ধারকারীরা। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছে পুলিশ।
ভারত বেহাল সড়ক, ত্রুটিপূর্ণ যানবাহন ও বেপরোয়া গাড়ি চালানোর কারণে প্রায়ই মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।
সরকারি নথিতে দেখা যায়, প্রতি বছর দেশটিতে প্রায় ৫ লাখ সড়ক দুর্ঘটনা ঘটে যাতে প্রায় দেড় লাখ মানুষ নিহত হয়।
আরও পড়ুন: নেপালে বন্যা ও ভূমিধসে নিহত ৫৯, আহত ৩৬