ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৯০ হাজার ৯২৮ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা তিন কোটি ৫১ লাখ ৯ হাজার ২৮৬ জনে পৌঁছেছে। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩২৫ জনের মৃত্যু হয়েছে। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন চার লাখ ৮২ হাজার ৮৭৬ জন।
ভারতে এখন দৈনিক সংক্রমণের হার ৬ দশমিক ৪৩ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থ হয়েছেন ১৯ হাজারের বেশি মানুষ। ফলে দেশটিতে এখন সক্রিয় করোনা রোগীর সংখ্যা দুই লাখ ৮৫ হাজার ৪০১ জন।
এরইমধ্যে ভারতে ওমিক্রন আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দুই হাজার ৬৩০ জনে পৌঁছেছে। তার মধ্যে মহারাষ্ট্র ও দিল্লিতে যথাক্রমে ৭৯৭ এবং ৪৬৫ জন ওমিক্রন আক্রান্ত শনাক্ত হয়েছে।
আরও পড়ুন: ভারতে ওমিক্রনে প্রথম মৃত্যু
সৌরভ গাঙ্গুলির পর তার মেয়েও করোনায় আক্রান্ত
সুনামির মতো ছড়িয়ে পড়ছে ওমিক্রন ও ডেল্টা ভ্যারিয়েন্ট: বিশ্ব স্বাস্থ্য সংস্থা