ভারতের কেরালায় ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ২১ জন নিহত এবং এক ডজনের বেশি মানুষ নিখোঁজ হয়েছেন।
কর্মকর্তারা বলছেন, রাজ্যটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত দুই জেলা কোট্টায়াম ও ইদুক্কি থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়। সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের ফলে জেলা দু’টিতে বিশাল ভূমিধস হয়।
আরও অনেকে নিখোঁজ রয়েছে এমন আশঙ্কায় দেশটির জাতীয় দুর্যোগ সাড়াদান ফোর্স ও সেনাবাহিনী উদ্ধার প্রচেষ্টায় সহযোগিতার জন্য তাদের টিম নিয়োগ করেছে।
ভারী বৃষ্টিপাত কমলেও রাজ্যটির মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ান বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। ১০০ এর বেশি ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি।
ভুক্তভোগীদের উদ্ধারে কর্তৃপক্ষ কাজ করছে উল্লেখ করে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন। এক টুইট বার্তায় মোদি বলেন, ‘আমি প্রত্যেকের নিরাপত্তা ও সুস্থতার জন্য দোয়া করি।’
এর আগে ২০১৮ সালে বর্ষাকালে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় কেরেলায় ২২৩ জন মারা যান এবং শত শত মানুষ গৃহচ্যুত হন।
আরও পড়ুন: ভারতে ভূমিধসে ১১ জনের মৃত্যু
রাতে ভারতে আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘গুলাব’