ভারতের উত্তরপ্রদেশের কানপুর শহরে বাসের সাথে থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৭ জন নিহত এবং পাঁচ যাত্রী আহত হয়েছে।
বুধবার এই মর্মান্তিক দুর্ঘটনার কথা নিশ্চিত করে রাজ্য পুলিশ।
মঙ্গলবার রাতে কানপুর জেলায় এই দুর্ঘটনাটি ঘটে। যাত্রীবাহী বাসটি উত্তর প্রদেশের রাজধানী লখনৌ থেকে জাতীয় রাজধানী দিল্লির দিকে যাচ্ছিল।
আরও পড়ুন: পাকিস্তানে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৩০
কানপুর রেঞ্জ পুলিশের মহাপরিদর্শক মোহিত আগারওয়াল বলেন, ‘দু’টি গাড়ির মধ্যে সংঘর্ষের পর বাসটি উল্টে যায়। ঘটনাস্থলেই ১৭ জন মারা যান এবং আহত ৫ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: বুরকিনা ফাসোতে ১০০ বেসামরিক মানুষকে হত্যা
প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে কানপুরের এই দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে দুই লাখ রুপি করে এবং আহতদের ৫০ হাজার রুপি করে সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক টুইটে এই ঘোষণা দেয়া হয়।
আরও পড়ুন:প্রতিশোধ নিচ্ছে ইরান: ইরাকে মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা
ভারত সরকার সাম্প্রতিক বছরগুলিতে কঠোর ট্রাফিক আইন প্রয়োগ করেও সড়ক দুর্ঘটনা রোধে ব্যর্থ হয়েছে। ভারতে সড়ক দুর্ঘটনায় প্রতিবছর প্রায় ১০ লাখের বেশি মানুষ মারা যায়।