ভারতের অন্ধ্র প্রদেশে যাত্রীবাহী একটি বাস নদীতে পড়ে অন্তত ৯ জন নিহত এবং আরও অনেকে নিখোঁজ রয়েছেন।
বুধবার ৪৭ জন যাত্রী নিয়ে সরকারি বাসটি অশ্বরাওপেট থেকে জাঙ্গারেডিগুডেমে যাওয়ার পথে রাজ্যের পশ্চিম গোদাবরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জেলা পুলিশ প্রধান রাহুল দেব শর্মা স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘বাসটি সেতুর রেলিংয়ে ধাক্কা খেয়ে নদীতে পড়ে যায়। আমরা এখন পর্যন্ত পাঁচজন নারী যাত্রীসহ ৯টি লাশ উদ্ধার করেছি। এখন পর্যন্ত ২২ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে।’
এ ঘটনা তদন্ত করার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান পুলিশ প্রধান।
অন্ধ্র প্রদেশের গভর্নর বিশ্ব ভূষণ হরিচন্দন এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের অবিলম্বে চিকিৎসা সহায়তা দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন: ভারতে হেলিকপ্টার দুর্ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র ব্যক্তির মৃত্যু
ম্যারাডোনার চুরি হওয়া ঘড়ি ভারতে উদ্ধার