ফাইজার ভ্যাকসিন ব্যবহারের জন্য অনুমোদন দেয়ার পর দেশটিতে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের পর থেকে এখন পর্যন্ত প্রায় ৪৪ হাজার ভ্যাকসিন দেয়া হয়েছে। যা দেশটিতে পাওয়া প্রাপ্ত ডোজগুলোর ৮২ শতাংশ।
মেক্সিকো নিয়ন্ত্রক সংস্থা এর আগে দেশটিতে শুধুমাত্র ফাইজার ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছিল।
আরও পড়ুন: অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার অনুমোদন দিল যুক্তরাজ্য
পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক সেক্রেটারি মার্সেলো ইবরার্ড সোমবার এক টুইটে বলেন, অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন দেয়ার বিষয়টি খুব ভালো খবর। এর মধ্যে দিয়ে শিগগিরই মেক্সিকোয় এর উত্পাদন শুরু হবে!
একটি মেক্সিকান সংস্থা ভ্যাকসিনের শেষ ধাপের কাজ করা ও প্যাকেজিংয়ের কিছু কাজ করছে।
আরও পড়ুন:ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন অনুমোদন দিল জাতিসংঘ স্বাস্থ্য সংস্থা
দেশটির স্বাস্থ্য সচিবালয়ের সহকারী হুগো লোপেজ গেটেল ভুলভাবে চীন ভ্যাকসিন নির্মাতা ক্যানসিনোর অনুমোদনের কথা জানিয়েছিলেন উল্লেখ করে বলেন, এটির নিরাপত্তা এবং কার্যকারিতা নিয়ে করা সম্পূর্ণ গবেষণার ফলাফল এখনও জমা দেয়নি।
মেক্সিকো একটি স্বল্প দামের এক ডোজের ক্যানসিনো ভ্যাকসিন নিয়ে বেশ আশাবাদী। এটি আমাদের জন্য বিষয়গুলোকে অনেক সহজ করে তুলবে, বলেন লোপেজ-গেটেল।
আরও পড়ুন:সিঙ্গাপুরে কোভিড-১৯ টিকা প্রয়োগের মহড়া শুরু
মেক্সিকান সোশ্যাল সিকিউরিটি ইনস্টিটিউট উত্তর মেক্সিকোতে একজন চিকিত্সকের সম্পর্কে আরও তথ্য প্রকাশ করেছে যিনি গত সপ্তাহে ফাইজার ভ্যাকসিন নেয়ার পর তীব্র অ্যালার্জি সমস্যায় পড়েছেন। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়েছিল।
ভ্যাকসিন নেয়ার আধা ঘণ্টা পরে ওই ডাক্তার শ্বাস নেয়া, মস্তিষ্কের প্রদাহ এবং খিঁচুনির সমস্যায় পড়েছিলেন। বিশেষজ্ঞরা ট্রান্সভার্স মেলাইটিস নামক মেরুদণ্ডের বিরল প্রদাহে ভুগছেন কিনা তা নির্ধারণের জন্য পরীক্ষা চালাচ্ছেন। তিনি এখন সুস্থ হয়ে উঠছেন বলে জানা গেছে।
আরও পড়ুন: কোভিড-১৯: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিন ৭০ শতাংশ কার্যকর
ওই ব্যক্তিকে কেন প্রশান্ত মহাসাগরীয় উপকূলের একটি সৈকতে মাস্ক ছাড়াই সমুদ্রের পাশের রেস্তোরাঁয় বসতে দেয়া হয়েছিল তার ব্যাখ্যা দিতে হয়েছিল মহামারি মোকাবিলার সাথে জড়িত লোপেজ-গেটেলকে।
লোপেজ-গেটেল বারবার মেক্সিকানদের বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন। ফেস মাস্কগুলো মানুষকে কীভাবে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া থেকে রক্ষা করবে কিনা সে সম্পর্কেও সন্দেহ প্রকাশ করেছেন তিনি।
আরও পড়ুন: বিজ্ঞানীদের মধ্যে আশা জাগাচ্ছে কোভিড-১৯ টিকা
এদিকে, দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল ল্যাপেজ ওব্রাডোর লোপেজ-গেটেলকে একজন ভালো সরকারি কর্মকর্তা হিসেবে উল্লেখ করছেন।
এখন পর্যন্ত মেক্সিকোয় সাড়ে ১৪ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে এবং দেশটিতে মারা গেছেন এক লাখ ২৭ হাজার ৭৫৭ জন।