ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে বুধবার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির তিন বাহিনীর সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী ও ১১ জন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন।
৬৩ বছর বয়সী চার তারকা জেনারেল বিপিন রাওয়াত ভারতের প্রথম ও বর্তমান তিন বাহিনীর সর্বাধিনায়ক তথা চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস)।
জেনারেল বিপিন রাওয়াত ওয়েলিংটনের ডিফেন্স স্টাফ কলেজে একটি লেকচার দিতে যাওয়ার সময় কুন্নুর জেলার নীলগিরির পাহাড়ি এলাকায় তাকে বহন করা হেলকপ্টরটি বিধ্বস্ত হয় এবং এতে আগুন ধরে যায়।
এ দুর্ঘটনায় বিপিন রাওয়াতের সফরসঙ্গী বিমান বাহিনীর এক জ্যৈষ্ঠ কর্মকর্তা মারাত্মক অগ্নিদগ্ধ হয়েছেন। আহত কর্মকর্তা বরুণ সিংহ ওয়েলিংটনের সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ভারতীয় বিমান বাহিনী সন্ধ্যায় এক টুইট বার্তায় জানায়, ‘জেনারেল বিপিন রাওয়াত, শ্রীমতি মধুলিকা রাওয়াত (স্ত্রী) ও হেলিপ্টারে থাকা আরও ১১ জন দুর্ভাগ্যজনকভাবে দুর্ঘটনায় মারা গেছেন।’ ডিএনএ পরীক্ষার মাধ্যমে লাশের পরিচয় নিশ্চিত করা হয়েছে।
এর আগে দুর্ঘটনার পরপরই টুইট বার্তায় দেশটির বিমান বাহিনী জানায়, ‘বিপিন রাওয়াতকে বহন করা আইএএফ এমআই-১৭ভি৫ হেলিকপ্টারটি তামিলনাড়ুর কুন্নুরে দুর্ঘটনার শিকার হয়। এ দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।’
ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার মন্ত্রিসভার সহকর্মী এবং দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী সেনা সর্বাধিনায়কের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
জেনারেল রাওয়াত ৪০ বছরেরও বেশি সময় ধরে ভারতের সশস্ত্র বাহিনীতে কাজ করেছেন। একজন জুনিয়র কমিশনার কর্মকর্তার পদ থেকে ভারতীয় সেনাপ্রধান এবং পরবর্তীতে সেনা,নৌ ও বিমান এই তিন বাহিনীর প্রথম সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পান।
আরও পড়ুন: হেলিকপ্টার বিধ্বস্ত: ভারতের সেনা সর্বাধিনায়কের মৃত্যুর আশঙ্কা
রাষ্ট্রপতি কোবিন্দের বাংলাদেশ সফর দ্বিপক্ষীয় স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ: ভারত