২১ ফেব্রুয়ারি থেকে সমস্ত টিকাপ্রাপ্ত পর্যটক ও ব্যবসায়ীদের জন্য অস্ট্রেলিয়ায় প্রবেশ নিষেধাজ্ঞা তুলে দেয়া হবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সোমবার বিধিনিষেধ শিথিল করে দেশটি এ ঘোষণা দিয়েছে।
অস্ট্রেলিয়া ২০২০ সালের মার্চ মাসে দেশটির নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের ওপর বিশ্বের সবচেয়ে কঠিন ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়েছেন, দেশটির সিনিয়র মন্ত্রীরা সোমবার সম্মত হয়েছেন যে ২১ ফেব্রুয়ারি থেকে সমস্ত টিকাপ্রাপ্ত ভিসাধারীদের জন্য দেশটির সীমান্ত আবার খুলে দেয়া হবে।
আরও পড়ুন: ডিসেম্বরের মধ্যে দেশের সব মানুষ টিকার পরিপূর্ণ ডোজ পাবে: স্বাস্থ্যমন্ত্রী
মরিসন বলেন, ভ্রমণকারীদের অবশ্যই টিকা দেয়ার প্রমাণ থাকতে হবে। এসময় তিনি করোনা টিকা না দেয়ার কারণে অস্ট্রেলিয়ান সরকার কর্তৃক সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচের ভিসা বাতিলের বিষয়টি তুলে ধরেন।
মরিসন বলেছেন, ‘আমি মনে করি বছরের শুরুর দিকে বিশ্বের প্রত্যেকের কাছে অস্ট্রেলিয়ায় প্রবেশের প্রয়োজনীয়তা হিসেবে এই বার্তা খুব স্পষ্টভাবে পাঠানো উচিত ছিল।’
আরও পড়ুন: কওমি মাদরাসা শিক্ষার্থীদের টিকাদান শুরু