চীনে তিন বছরের শিশুদের টিকা দেয়া শুরু করা হবে। এখানে জনসংখ্যার ৭৬ শতাংশকে সম্পূর্ণরূপে টিকা দেয়া হয়েছে। দেশটির কর্তৃপক্ষ প্রাদুর্ভাবের প্রতি জিরো-টলারেন্স নীতি বজায় রেখে চলছে।
অন্তত পাঁচটি প্রদেশের স্থানীয় শহর ও প্রাদেশিক স্তরের সরকার সাম্প্রতিক দিনগুলোতে বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করেছে যে ৩-১১ বছর বয়সী শিশুদের টিকা নিতে হবে।
চীনের কিছু অংশে ছোটখাটো প্রাদুর্ভাব বন্ধ করার জন্য টিকা সম্প্রসারণের সিদ্ধান্ত নেয়া হয়। পর্যটনের উপর ব্যাপকভাবে নির্ভরশীল উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গানসুতে নতুন কেস খুঁজে পাওয়ার পর সোমবার সমস্ত পর্যটন এলাকা বন্ধ করে দেয়া হয়েছে। প্রাদুর্ভাবের কারণে অভ্যন্তরীণ মঙ্গোলিয়ার কিছু অংশের বাসিন্দাদের বাড়ির ভিতরে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩৫ নতুন স্থানীয় সংক্রমণ ধরা পড়েছে, যার মধ্যে চারজন গানসুতে। অভ্যন্তরীণ মঙ্গোলিয়া অঞ্চলে আরও ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
আরও পড়ুন: সুদানে অন্তর্বতীকালীন সরকারের প্রধানসহ আটক ৫, অভ্যুত্থানের আশঙ্কা