চলতি বছরের মার্চে পাকিস্তানে ভুল করে একটি সুপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দায়ে ভারতীয় বিমানবাহিনীর তিন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
তদন্ত আদালত কর্তৃক অভিযোগটি প্রমাণিত হওয়ার পর মঙ্গলবার তাদের বরখাস্ত করা হলো।
গত ৯ মার্চ ভারতের উত্তরাঞ্চলের রাজ্য পাঞ্জাবের বিমান ঘাঁটি থেকে দুর্ঘটনাজনিতভাবে একটি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের অভ্যন্তরে পতিত হয়েছিল।
এরপর ১১ মার্চ ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতিতে বলে, ‘৯ মার্চে নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় প্রযুক্তিগত ত্রুটির কারণে দুর্ঘটনায় একটি ক্ষেপণাস্ত্র নিক্ষিপ্ত হয়। ভারত সরকার বিষয়টি কঠোরভাবে দেখছে এবং উচ্চ পর্যায়ের আদালতের মাধ্যমে তদন্তের নির্দেশ দিয়েছে।’
সূত্র বলছে, দীর্ঘ ছয় মাসের বেশি সময় পর প্রতিরক্ষা মন্ত্রণালয় ৪০০ কিলোমিটার দূরবর্তী জায়গায় আঘাত হানতে সক্ষম ব্রহ্মস ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য বিমানবাহিনীর তিন কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করে এবং বরখাস্ত করে।
এই দুর্ঘটনার পরদিন পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল বাবর ইফতেখার বলেছিলেন, ‘৯ মার্চ সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে ভারতের অভ্যন্তর থেকে একটি উচ্চ গতিসম্পন্ন বস্তু উড়ে এসেছে পাকিস্তানে।’
তিনি বলেন, প্রাথমিক গতিপথ বিচ্যুত হয়ে এটি পাকিস্তান সীমায় প্রবেশ করে পাকিস্তানেই আছড়ে পড়ে। ফলে কোনো মানুষ হতাহত না হলেও সাধারণ মানুষের কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়।
বিতর্কিত কাশ্মীর এলাকাকে ঘিরে ১৯৪৭ সাল থেকে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারত কমপক্ষে তিনবার বড় ধরনের যুদ্ধে লিপ্ত হয়েছিল।
আরও পড়ুন: ভারতে আকস্মিক বন্যা ও ভূমিধসে ৩১ জনের মৃত্যু
ভারতে সড়ক দুর্ঘটনায় ৬ তীর্থযাত্রী নিহত, আহত ২০
আমি নির্বাচন নিয়ে ভারত সরকারকে কিছু বলিনি: ড. মোমেন