অস্ট্রেলিয়া সরকার তাদের টিকাদান কর্মসূচিকে ত্বরান্বিত করার জন্য 'জনসন অ্যান্ড জনসন'-র করোনাভাইরাসের ভ্যাকসিনের একটি ডোজও কিনবে না বলে সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট বলেন, জনসন অ্যান্ড জনসন ভ্যাকসিনটি অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের মতোই, যা অস্ট্রেলিয়া ইতোমধ্যে কেনার চুক্তি করেছে।
আরও পড়ুন: কোভিড-১৯: বিশ্বে মৃত্যু ২৯ লাখ ৪৪ হাজার ছাড়াল
অক্টোবরের মধ্যে ২৬ লাখ জনসংখ্যার মধ্যে সকল যোগ্য প্রাপ্ত বয়স্কদের কমপক্ষে একটি ডোজ ভ্যাকসিন প্রদানের লক্ষ্যে অস্ট্রেলিয়ায় উৎপাদিত অ্যাস্ট্রাজেনেকার টিকার উপর নির্ভর করে পরিকল্পনা করেছিল অস্ট্রেলিয়া।
তবে দেশটির সরকার গত সপ্তাহে ঘোষণা করেছিল, অ্যাস্ট্রাজেনেকা থেকে সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকির কারণে ফাইজার ভ্যাকসিন এখন ৫০ বছরের নিচে কম বয়সীদের জন্য পছন্দসই বিকল্প।
আরও পড়ুন: ভ্যাকসিন সংকটের মাঝেই ব্রাজিলের করোনা পরিস্থিতির অবনতি
অস্ট্রেলিয়া ফাইজারের টিকার অর্ডারটি দ্বিগুণ করে ৪ কোটি ডোজে বাড়ায় এবং সোমবারের মধ্যে অস্ট্রেলিয়া ফাইজার এবং অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ৩৭ লাখ ডোজ পেয়েছিল এবং ১২ লাখ ডোজ দেশটির জনগণকে প্রদান করেছিল।