ঈদের বন্ধের মধ্যেও বেনাপোল-পেট্রোপোল বন্দর দিয়ে জরুরি সেবার অংশ হিসেবে ১১ গাড়ি অক্সিজেন আমদানি করা হয়েছে।
বুধবার বিকাল ৩টার সময় ভারত থেকে বেনাপোল স্থল বন্দরে ১১টি আমদানিকৃত অক্সিজেনের গাড়ি প্রবেশ করে। আমদানিকৃত প্রতিষ্ঠানগুলো হলো লিন্ডে বাংলাদেশ, পিওর, ও ইসপেক্টর।
আরও পড়ুনঃ ঈদের ছুটিতেও চালু থাকবে অক্সিজেন আমদানি
লিন্ডে ৩ গাড়িতে ৬০ টন ৫৩ কেজি, পিওর ১ গাড়িতে ১৪ টন ৫২ কেজি ও ইসপেক্টর ৭ গাড়িতে ১০৪ টন ৪২ কেজি মোটা ১১ গাড়ি ১৭৯ টন ৫০ কেজি অক্সিজেন আমদানি করেছে।
বেনাপোল কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম জানান, দেশে অক্সিজেনের চাহিদা মেটাতে ঈদের বন্ধের দিনও অক্সিজেন আমদানির জন্য বন্দর ও কাস্টমস খোলা রাখা হয়েছে। আমদানিকারকরা যাতে অক্সিজেন দ্রুত খালাস নিতে পারেন সেজন্য কাস্টমস কর্মকর্তাদের সার্বক্ষণিক ২টি টিম প্রস্তুত রাখা হয়েছে।
উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষে বেনাপোল-পেট্রোপোল বন্দরের অন্যান্য কার্যক্রম ৪ দিন বন্ধ রয়েছে।