বৃহস্পতিবার দুপুরে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি প্রধান অতিথি হিসেবে টঙ্গী সরকারি কলেজ মাঠে আয়োজিত মেলা উদ্বোধন করেন। বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ লাইট ইঞ্জিনিয়ারিং প্রডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল এবং শিল্প মালিক সমিতি এই মেলার আয়োজন করেছে।
আরও পড়ুন: গাজীপুরের সাবেক মেয়র মান্নানের সাজা বাড়াতে হাইকোর্টের রুল
টিপু মুনশি বলেন, লাইট ইঞ্জিনিয়ারিং বর্ষ ঘোষণা করা হয়েছে। লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের উন্নয়নের জন্য সরকার চেষ্টা করছে। আগামী কয়েক বছরের মধ্যেই সরকারের প্রত্যাশা লাইট ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিটি আইটেমের উৎপাদন দুই বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।
তিনি আরও বলেন, লাইট ইঞ্জিনিয়ারিং জাতীয় পণ্যে বাংলাদেশ অভুতপূর্ব উন্নতি করেছে। ভবিষ্যতে আরও উন্নয়নের সুযোগ রয়েছে। সেজন্য শিল্পমন্ত্রীর সাথে আলোচনা করে গাজীপুরে একটি লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প পার্ক স্থাপনের উদ্যোগ নেয়া হবে। আমরা আপনাদের প্রয়োজনীয়তা জানি ও বুঝি। সেভাবে আপনাদের সহযোগিতা করা হবে।
আরও পড়ুন: গাজীপুরে গৃহবধূর ৫ টুকরা লাশ উদ্ধার: স্বামী আটক
প্রধান অতিথির বক্তব্য শেষে বাণিজ্যমন্ত্রী মেলার উদ্বোধন করেন। পরে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। ১১, ১২ ও ১৩ মার্চ সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।
বাংলাদেশ শিল্প মালিক সমিতি গাজীপুর শাখার সভাপতি মো. মনির হোসেন নিজামীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি আব্দুর রাজ্জাক, গাজীপুর মহানগর যুবলীগ নেতা মো. বিল্লাল হোসেন মোল্লা, লাইট ইঞ্জিনিয়ারিং মালিক সমিতি গাজীপুর শাখার সা. সম্পাদক এম এ ওয়াদুদ খান, টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর, সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ বক্তব্য দেন।
আরও পড়ুন:গাজীপুরে বাণিজ্যিকভাবে ‘টিউলিপ’ চাষ