বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতীয় আদানি গ্রুপের সঙ্গে সরকারের বিদ্যুৎ চুক্তিকে অপ্রয়োজনীয় ও অসম আখ্যা দিয়ে বলেছেন, বাংলাদেশ এ প্রকল্প থেকে সুফল পাবে না।
তিনি বলেন, ‘সরকার ভারতের আদানি গ্রুপের সঙ্গে একটি বিদ্যুৎ চুক্তি সই করেছে। দেশে-বিদেশে সবাই বলছে এটা একটা অপ্রয়োজনীয় ও অন্যায্য চুক্তি।’
চুক্তি প্রত্যাহার না হলে বাংলাদেশকে টাকা দিতে হবে, কিন্তু খুব একটা লাভ হবে না বলে মন্তব্য করেন এই বিএনপি নেতা।
তিনি বলেন, এ ধরনের চুক্তি ও প্রকল্পের মাধ্যমে তারা (আ.লীগ নেতা) বিপুল জনগণের টাকা লুটপাট করছে এবং বিদেশে সম্পদ অর্জন করছে।
মঙ্গলবার জাতীয়তাবাদী যুবদলের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটির নেতাদের সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফখরুল এসব কথা বলেন।
আরও পড়ুন: দলীয় সরকারের অধীনে নির্বাচনের যে কোনো পদক্ষেপ প্রতিহত করা হবে: ফখরুল
তিনি বলেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতা দখল করায় জনগণের প্রতি আওয়ামী লীগ সরকারের কোনো দায়বদ্ধতা নেই। ‘সবচেয়ে গুরুতর বিষয় হলো সরকারকে জবাবদিহি করার মতো কোনো সংসদ নেই। এমন একটি সংসদ আছে যা জনগণ দ্বারা নির্বাচিত হয় না।’
১৪ বছর ক্ষমতায় আসার পর থেকে সরকার একের পর এক অপ্রয়োজনীয় প্রকল্প হাতে নিয়ে পরিকল্পিতভাবে অর্থ লুটপাট করে এবং অবৈধভাবে অর্জিত অর্থ বিদেশে পাচার করে বিভিন্ন দেশে সম্পদ গড়ে তুলেছে বলে অভিযোগ করেন এই বিএনপি নেতা।
তিনি আরও বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে দেশের জনগণ যখন মারাত্মক অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে, সরকার তখন পিকনিকের মেজাজে রয়েছে।
ফখরুল বলেন, ‘জনগণের প্রতি সরকারের কোনো দায়বদ্ধতা না থাকায় তারা উৎসবে মেতেছে। তারা আজ (মঙ্গলবার) রাষ্ট্রপতি আবদুল হামিদের এলাকায় উৎসব করছে।’
বিএনপি নেতা বলেন, দেশে অর্থনৈতিক সংকট এবং মূল্যস্ফীতি চরম পর্যায়ে পৌঁছেছে তা সরকার মানতে চায় না। দেশের সাধারণ মানুষ এখন চাল কিনতে পারছে না।
এমন পরিস্থিতিতে তিনি বলেন, সরকারের ওএমএস কার্যক্রম বন্ধ করার পরিকল্পনা একটি ভয়ঙ্কর পদক্ষেপ। ‘তারা কার্ডের মাধ্যমে চাল এবং প্রয়োজনীয় জিনিস বিক্রি করবে, যাতে তারা (আ.লীগ নেতাদের) দুর্নীতিতে লিপ্ত হওয়ার আরেকটি সুযোগ তৈরি করতে পারে।’
আরও পড়ুন: বিডিআর হত্যাকাণ্ডে আ.লীগ সরকার জড়িত: ফখরুল
২০০৯ সালের বিডিআর বিদ্রোহের তদন্ত নিয়ে প্রশ্ন মির্জা ফখরুলের
ফখরুল বলেন, দেশের বর্তমান পরিস্থিতি ও সরকারের দুঃশাসন থেকে উত্তরণে চলমান আন্দোলন অব্যাহত রাখার কোনো বিকল্প নেই। ‘আমরা আন্দোলন শুরু করেছি। এই আন্দোলনে আমাদের ১৭ নেতা-কর্মীকে রাজপথে হত্যা করা হয়েছে। আমরা অবশ্যই বর্তমান ফ্যাসিবাদী শাসনকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করব।’
গত ২২ ফেব্রুয়ারি সুলতান সালাহউদ্দিন টুকুকে সভাপতি ও আবদুল মোনায়েম মুন্নাকে সাধারণ সম্পাদক করে দলটির যুবদল জাতীয়তাবাদী যুবদলের ২৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে বিএনপি।