আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যদি আন্দোলনের নামে বিএনপি আবারও অগ্নিসংযোগের চেষ্টা করে তাহলে আওয়ামী লীগ উপযুক্ত জবাব দিতে প্রস্তুত।
রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যের সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ কথা বলেন।
ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপির ধারাবাহিক বৈঠকের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘মনে হচ্ছে আন্দোলনের নামে আবারও অগ্নিসংযোগে করার ষড়যন্ত্র আছে। তাহলে মনে রাখবেন সহিংসতার মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে এবং শেখ হাসিনার উন্নয়নকে ব্যাহত করলে, আমরা জনগণকে সঙ্গে নিয়ে উপযুক্ত জবাব দিতে প্রস্তুত।’
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভের নিন্দা কাদেরের
প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ‘সফল হয়নি’- বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের এমন মন্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আপনার কাছে কোনো তথ্য নেই। আপনি নিউইয়র্ক টাইমস পড়েননি। জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণসহ প্রধানমন্ত্রীর প্রতিটি বক্তব্যের প্রশংসা করেছেন বিশ্ব নেতারা ।
কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভ্যাকসিনের বৈষম্য দূর করার আহ্বান জানিয়েছেন এবং সবার জন্য ভ্যাকসিন নিশ্চিত করতে বলেছেন।
তিনি বলেন, উন্নত দেশগুলো রোহিঙ্গাদের প্রত্যাবাসন ত্বরান্বিত করতে আমাদের জন্য কিছুই করেনি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব নেতাদের কাছে এই ইস্যুতে সাহসের সঙ্গে তার আওয়াজ তুলেছেন।
আরও পড়ুন: ফখরুলের টিকা দুর্নীতির অভিযোগ কাল্পনিক: কাদের
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, এএফএম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক প্রমুখ।