বিএনপি অভিযোগ করেছে, দ্রব্যমূল্য, জ্বালানি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিরোধীদলের শান্তিপূর্ণ কর্মসূচিতে নির্মম হামলা করছে সরকার।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জ্বালানি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারাদেশে আমাদের কর্মসূচি চলছে। কিন্তু আইন-শৃঙ্খলাবাহিনী আমাদের কর্মসূচি বাধাগ্রস্ত করতে নির্দয়ভাবে নেতাকর্মীদের ওপর হামলা করছে।
আরও পড়ুন: ঈদ আসলেই আওয়ামী পরিবহন সিন্ডিকেট সক্রিয় হয়ে ওঠে: রিজভী
জাতীয়তাবাদী মহিলা দলের ঢাকা মহানগর দক্ষিণের নবগঠিত কমিটির নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
তিনি বলেন, হামলায় আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছেন, এমনকি অনেকে চোখ হারিয়েছেন ও পঙ্গুত্ব বরণ করেছেন।
বিএনপি নেতা বলেন, ‘পুলিশের গুলিতে আমাদের তিনজন নিহত হয়েছেন। পাশাপাশি শত শত নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে, গ্রেপ্তার এড়াতে অনেক এলাকার নেতাকর্মীদের বাড়িঘর ছাড়তে বাধ্য করা হয়েছে, তারা কি অপরাধ করেছে? সভা সমাবেশ করা একটি চিরস্থায়ী গণতান্ত্রিক অধিকার।’
আরও পড়ুন: দেশের অর্থনীতি নিয়ে জিএম কাদের ও রিজভীর বক্তব্যের তীব্র সমালোচনা তথ্যমন্ত্রীর
তিনি বলেন, আইন-শৃঙ্খলাবাহিনী সারাদেশে বিএনপির মিছিলে বর্বর হামলা অব্যাহত রেখেছে। ‘গতকাল নাটোরের লালপুরে আমাদের বিক্ষোভ সমাবেশে পুলিশ হামলা চালিয়েছে। আপনি প্রতিদিন বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও রক্তক্ষরণের ঘটনা দেখবেন।’
রিজভী বলেন, সরকার ক্ষমতায় থাকতে মানুষের সকল গণতান্ত্রিক অধিকার ও মত প্রকাশের স্বাধীনতাকে কেড়ে নিয়েছে।
প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, দেশের মানুষ যখন দুর্ভিক্ষের মতো পরিস্থিতিতে তখন তিনি ভারত সফরে গেছেন। ‘কিন্ত আপনি (প্রধানমন্ত্রী) আমাদের অভিন্ন নদীর পানির সুষম বন্টন এবং তিস্তা চুক্তি করতে ব্যর্থ হয়েছেন।
দেশের মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে আর্শীবাদ নিতে ভারত সফরে গেছেন কিনা তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন রিজভী।