ক্ষমতাসীন দলের ‘লুটেরাদের কারসাজির’ কারণে ফের চালের দাম বাড়ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘চালের দাম আবার বাড়তে শুরু করেছে। বোরো ধানের ভরা মৌসুমে চালের দাম কমে আসার কথা। কিন্তু আবারও দাম বাড়ছে। তারা কারসাজি করছে।’
বুধবার এক সেমিনারে ফখরুল বলেন, আওয়ামী চোর-লুটেরাদের ষড়যন্ত্রে দাম বাড়ছে। তাদের লক্ষ্য সাধারণ মানুষের পকেট কেটে টাকা নিয়ে যাওয়া।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশের কৃষি বিপ্লব: শহীদ রাষ্ট্রপতি জিয়ার নীতি ও কর্মসূচি’ শীর্ষক সেমিনারের আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল।
সেমিনারে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোলাম হাফিজ কেনেডি কৃষির উন্নয়নে জিয়ার গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
দেশের ইতিহাস থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলার জন্য ক্ষমতাসীন দলের নেতারা প্রায়ই জিয়াউর রহমানকে নিয়ে অশালীন মন্তব্য করে বলে ক্ষোভ প্রকাশ করেন ফখরুল।
তিনি বলেন, ‘তথ্যমন্ত্রী গতকাল (মঙ্গলবার) বলেছেন, জিয়া একজন বিশ্বাসঘাতক ও খুনি। আমি জানি না তিনি (মন্ত্রী) সেই সময়ে জন্মেছিলেন কি না।’
বিএনপি নেতা আরও বলেন, তথ্যমন্ত্রীর মন্তব্যে তার সংস্কৃতির পরিচয় পাওয়া যায়। আমরা কখনই তাদের নেতাদের অবমূল্যায়ন করি না। জিয়াউর রহমান ও খালেদা জিয়া আমাদের এই সংস্কৃতি শিখিয়েছেন।
তিনি অভিযোগ করেন বলেন, ক্ষমতাসীন দলের নেতারা সব সময় বিএনপি ও জাতীয় নেতাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। ওবায়দুল কাদের (আ.লীগ সাধারণ সম্পাদক) গতকাল (মঙ্গলবার) যেভাবে হুমকি দিয়েছেন, এটা রাজনীতির ভাষা নয় এবং এটা গণতন্ত্রের ভাষা নয়।
দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সারাদেশের কৃষকদের ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামতে কৃষকদল নেতাদের প্রতি আহ্বান জানান ফখরুল।