নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতির চলমান সংলাপ তামাশা ছাড়া আর কিছু নয় বলে অভিযোগ করেছে বিএনপি। দলটি বলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ইচ্ছায় ইসি গঠিত হবে।
বিএনপির জ্যৈষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা আগে দেখতাম ট্রেনে-বাসে বড়ি বিক্রি করতে হকার অত্যন্ত মজার মজার চমকপ্রদ অনেক কাহিনী বলত, গল্প বলত, মানুষকে আকৃষ্ট করত। তারপরে সে বড়িটা বিক্রি করত। রাষ্ট্রপতি হলেন সে ধরনের হকার। তিনিও সংলাপের নামে একই ধরনের কাজ করছেন।’
সোমবার এক মানবন্ধনে অংশ নিয়ে বিএনপির এই নেতা বলেন, জনগণকে বিভ্রান্ত করতে ও ফাঁকি দেয়ার জন্য প্রধানমন্ত্রী নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপের মাধ্যমে তামাশা করছেন।
আরও পড়ুন: বিএনপি আসলে নির্বাচন বানচাল করতে চায়: তথ্যমন্ত্রী
তিনি বলেন, ‘আল্টিমেটলি যে নির্বাচন কমিশন বানানো হবে- সেখানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক ইচ্ছারই প্রতিফলন ঘটবে। তার আগে একটা তামাশা করে যাচ্ছেন, তার আগে একটা হকারের সেই চমকপ্রদ কাহিনী তিনি করছেন।’
সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর মুক্তির দাবিতে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশ যৌথভাবে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানবন্ধনের আয়োজন করে।
২০২০ সালের ২১ অক্টোবর ডিজিটাল নিরাপত্তা আইনে রুহুল আমিন গাজীকে গ্রেপ্তার করে পুলিশ।
রিজভী বলেন, ক্ষমতাকে চিরস্থায়ী করতে যা করার দরকার সব করছে সরকার। ‘কিন্তু এখন আর এটা কাজ করবে না। কেননা এ সরকারের আসল চেহেরা ধীরে ধীরে বিশ্বের মানুষের সামনে উন্মোচিত হতে শুরু করেছে।’
এ সময় তিনি প্রধানমন্ত্রীকে পদত্যাগ এবং খালেদা জিয়া, রুহুল আমিন গাজী ও অন্যান্য রাজবন্দীদের মুক্তি দেয়ার আহ্বান জানান।
আরও পড়ুন: বিরোধী ও ভিন্নমত দমনে সরকার ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করছে: বিএনপি
সিইসির ওপর নিষেধাজ্ঞা নিয়ে বিএনপি নেতার দাবি নাকচ মার্কিন দূতাবাসের