গণতন্ত্র বাদ দিয়ে সরকার উন্নয়নের নামে জাতির সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
গ্রহণযোগ্য নির্বাচন গণতন্ত্রের প্রবেশদ্বার উল্লেখ করে তিনি বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া গণতন্ত্র চর্চা করা যাবে না।’
আরও পড়ুন: জাতীয় পার্টি কারো দাসত্ব করবে না: জিএম কাদের
বুধবার বনানীর দলীয় কার্যালয়ে জাতীয় পার্টিতে কয়েকজনের যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক অনুষ্ঠানে জিএম কাদের আরও বলেন, তাদের দলের রাজনীতির মূল লক্ষ্য গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের অধিকার নিশ্চিত করা।
তিনি অভিযোগ করেন, কিছু লোক উন্নয়নের নামে গণতন্ত্রের অপব্যাখ্যা করতে চায়। কারণ তারা বলে যে গণতন্ত্রের চেয়ে উন্নয়নকে প্রাধান্য দিতে হবে।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘আসলে, উন্নয়নমূলক গণতন্ত্র বলে কিছু নেই। এ ধরনের গণতন্ত্রের নামে জাতিকে প্রতারিত করা হচ্ছে।’
তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে দেশের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত হবে। গণতন্ত্র নিশ্চিত হলেই জনগণের সব অধিকার নিশ্চিত হবে।
অনুষ্ঠানে পার্টির চেয়ারম্যানকে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন প্রখ্যাত চিকিৎসক মঞ্জুর-এ-খোদা।
জিএম কাদের চিকিৎসককে স্বাগত জানিয়ে জাতীয় পার্টির সাংগঠনিক সক্ষমতা জোরদারে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, মোস্তফা আল মাহমুদ ও যুগ্ম দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান প্রমুখ।
আরও পড়ুন: দেউলিয়া হওয়ার পথে দেশ: জিএম কাদের