প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে নিশ্চয়ই ভোট দিবে জনগণ।
তিনি বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ আওয়ামী লীগকে ভোট দিবে। এবং যদি তারা তা না চায় তাহলে কিছু করার নেই। এটি তাদের ওপর নির্ভর করছে।’
আরও পড়ুন : শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা বিশ্বব্যাংকের
বুধবার বিকালে সরকারি বাসভবন গণভবনে সম্প্রতি ভারত সফর পরবর্তী সংবাদ সম্মেলনে ব্রিফকালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, যেহেতু নির্বাচনে সব দলের অংশগ্রহণ চায় তার দল আওয়ামী লীগ, সেহেতু পরবর্তী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক জোট গঠনে দোষের কিছু নেই।
তিনি বলেন, ‘আমরা চাই সকলে নির্বাচনে অংশগ্রহণ করুক। যদি কেউ অংশগ্রহণ না করে তাহলে তার দায় সংশ্লিষ্ট রাজনৈতিক দলের। কিন্তু আমরা সংবিধানের ধারা লঙ্ঘন করতে পারি না। সংবিধান অনুযায়ী, গণতন্ত্রের ধারা অব্যাহত থাকবে।’
আরও পড়ুন : শেখ হাসিনার নেতৃত্বে ভারত-বাংলাদেশ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছে যাবে: দোরাইস্বামী
আল্লাহ হয়তো আমাকে সাহায্য করছেন: হামলায় বেঁচে যাওয়া প্রসঙ্গে এএনআইকে শেখ হাসিনা