করোনা মহামারির উদ্বেগজনক অবস্থার মধ্যে ঢাকা মহানগরীর চারটি ইউনিটের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (জেসিডি) নেতাকর্মীরা রাজধানীতে শোডাউন করেছে। শনিবার সকালে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক হাজারেরও বেশি নেতাকর্মী এই শোডাউনে অংশ নেন।
ছাত্রদলের কর্মীরা সকাল ১০টায় ছোট ছোট মিছিল করে বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। তাঁরা ছাত্রদলের ঢাকার দক্ষিণ, উত্তর, পূর্ব ও পশ্চিম ইউনিটের নতুন আহবায়ক কমিটির আহবায়ক ও সদস্য সচিবদের বরণ করে স্লোগান দেন।
আরও পড়ুনঃ রাজধানীতে ছাত্রদলের কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ
পরে ছাত্রদলের নেতাকর্মীরা সকাল ১১ টা ৪৫ মিনিটের দিকে ফকিরাপুলের দিকে একটি মিছিল নিয়ে যায় এবং পুলিশকে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করতে বাধ্য করে। মিছিল শেষে পুলিশ ছাত্রদল কর্মীদের বিএনপি কার্যালয়ের সামনে পুনরায় সমাবেশ করতে দেয়নি।
বিএনপির ছাত্র সংগঠনের নেতাকর্মীদের শোডাউনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিএনপির অফিস ও এর আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশকর্মী মোতায়েন করা হয়েছিল। ছাত্রদলের অনেক সদস্যকে মাস্ক না পরে মিছিল এবং সমাবেশে যোগ দিতে দেখা গেছে।
আরও পড়ুনঃ ফরিদপুরে ছাত্রলীগের কমিটিতে ছাত্রদলের নেতা
গত ১৪ জুলাই ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ঢাকা শহরের দক্ষিণ, উত্তর, পূর্ব ও পশ্চিমের প্রতিটি ইউনিটের সংগঠনের দুই সদস্যের কমিটি ঘোষণা করেন।
আরও পড়ুনঃ সাতক্ষীরায় বিএনপির সাবেক এমপি হাবিবের গাড়িতে ছাত্রদলের হামলা
ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক ও সদস্য সচিব করা হয়েছে যথাক্রমে শাহ আলম (পাভেল শিকদার) ও নিয়াজ মাহমুদ নিলয়কে। ঢাকা মহানগর উত্তরের আহবায়ক করা হয়েছে জসিম শিকদার রানাকে আর সদস্য সচিব রুহুল আমিন সোহেল। পূর্ব শাখার আহবায়ক শেখ খালিদ হাসান জ্যাকি, সদস্য সচিব মোহাম্মদ আল আমিন এবং ঢাকা মহানগর পশ্চিমের আহবায়ক মহসিন সিদ্দিকী রনি ও সদস্য সচিব করা হয়েছে আশরাফুল ইসলাম মামুনকে।