নগরীর কাশারীপট্টি এলাকা থেকে শুক্রবার সন্ধ্যায় তাকে আটক করা হয়।
এরপর রাতেই হামলায় আহত রোকন উদ্দিন বাদী হয়ে কাউন্সিলর সাইফুলকে প্রধান আসামি করে ও আরও আটজনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
আরও পড়ুন: সিরাজগঞ্জে চাঁদাবাজির দায়ে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
আহত রোকন উদ্দিন মহানগর যুবলীগের সিনিয়র সদস্য।
সংশ্লিষ্টরা জানান, সুনামগঞ্জে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাম্প্রদায়িকতা বিরোধী মিছিল নিয়ে যুবলীগ নেতা রোকন উদ্দিন শুক্রবার বিকালে নগরীর কাশারীপট্টি মসজিদের সামনে থেকে মহানগর আওয়ামী লীগের পার্টি অফিসে যাচ্ছিলেন। এ সময় মিছিলটি নগরীর ছাতিপট্টি এলাকায় অজিতগুহ কলেজের সামনে গেলে নগরীর ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুল বিন জলিল অতর্কিতভাবে মিছিলের ওপর গাড়ি তুলে দেন। এতে রোকন উদ্দিনের দুই পা গুরুতর জখম হয়। এ ঘটনায় অন্তত ৫-৬ জন আহত হন।
আরও পড়ুন: আওয়ামী লীগ নেতার মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক
আহত রোকন উদ্দিনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: চসিক নির্বাচন: আ’লীগ প্রার্থীর অঙ্গীকার স্বচ্ছ-স্মার্ট সিটি গড়া, বিএনপি প্রার্থী চান ইসির নিরপেক্ষতা
চসিক নির্বাচন: আ’লীগের মেয়র প্রার্থীকে মাস্ক পরিয়ে দিলেন বিএনপি প্রার্থী