বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় এলে ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ)সহ সকল ‘দমনমূলক’ আইন ও অধ্যাদেশ প্রত্যাহার করবে বিএনপি।
রবিবার বিএনপি আয়োজিত জাতীয় প্রেসক্লাবে ‘গণতন্ত্র হত্যায় গণমাধ্যম নিয়ন্ত্রণ আইন: প্রেক্ষিত বাংলাদেশ‘ শীর্ষক এক কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপি নেতা আরও বলেন, আগামী দিনে তাদের দল সরকার গঠন করলে সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের জন্য ওয়েজ বোর্ডের বাস্তবায়ন নিশ্চিত করবে এবং প্রেস কাউন্সিলকে ক্ষমতায়ন করবে।
আরও পড়ুন: আ.লীগ সরকার সংবিধানকে আওয়ামী সংবিধানে পরিণত করেছে: মির্জা ফখরুল
ফখরুল বলেন, `আমরা স্পষ্টভাবে বলতে চাই , আমরা সরকার গঠন করলে গণমাধ্যমের স্বাধীনতার প্রতিবন্ধক সব দমনমূলক কর্মকাণ্ড ও অধ্যাদেশ বাতিল করা হবে।’
তিনি আরও বলেন, বিএনপি বিশ্বাস করে গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া গণতন্ত্রকে আন্তর্জাতিক রূপ দেয়া সম্ভব নয়। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমল থেকেই বিএনপি সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
আরও পড়ুন: পদ্মা সেতু নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য সরাসরি বেগম জিয়াকে ‘হত্যার হুমকি’র শামিল: ফখরুল