রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘এটা আদালতের বিষয়। তিনি দুর্নীতির মামলায় কারাগারে আছেন। এটা যদি রাজনৈতিক মামলা হত তাহলে সরকার তাকে মুক্তি দেয়ার বিষয়টি বিবেচনা করতে পারত।’
প্যারোল এমন এক ব্যবস্থা যেখানে সাজা শেষ হওয়ার আগেই একজন বন্দীকে শর্তসাপেক্ষে মুক্তি দেয়া হয়।
কাদের জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে ফোন করেছিলেন এবং খালেদাকে প্যারোলে মুক্তি দেয়ার বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাতে বলেছেন।
‘তিনি (ফখরুল) আমাকে ফোন করেন এবং বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলতে অনুরোধ জানান। আমি এটি নিয়ে স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর সাথে কথা বলেছি। এ বিষয়ে তারা কোনো আবেদন পাননি,’ বলেন কাদের।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন। তিনি দুর্নীতির দুটি মামলায় সাজা পেয়েছেন। তার দল বলছে যে এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে সরকার এ অভিযোগ অস্বীকার করেছে।
কাদের বলেন, বিএনপি যদি প্যারোলের জন্য আবেদনের সিদ্ধান্ত নেয় তাহলে কেন এ প্যারোল চাওয়া হচ্ছে তা আবেদনে উল্লেখ করতে হবে।