বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, সরকার তাদের দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে না দিয়ে তিলে তিলে ‘হত্যার’ ষড়যন্ত্র করছেন।
তিনি বলেন, ‘আমরা চাই উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যাওয়ার সুযোগ দিন। এটা ন্যূনতম দাবি। এটা দয়া, মহানুভবতা ও মানবিকতার বিষয় না, এটা তার নাগরিক অধিকার। আপনারা বলছেন তিনি সাজাপ্রাপ্ত ব্যক্তি। একজন সাজাপ্রাপ্ত ব্যক্তিও এ দেশের নাগরিক এবং তারও নাগরিক অধিকার রয়েছে।’
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত মানবন্ধনে মির্জা ফখরুল এসব কথা বলেন।
বিএনপির এই নেতা বলেন, দেশের অধিকাংশ রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন ও বুদ্ধিজীবীরা তাকে দেশের বাইরে চিকিৎসা নেয়ার সুযোগ দেয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে।
আরও পড়ুন: বিদেশি চিকিৎসক এনে খালেদা জিয়ার চিকিৎসা সম্ভব না: ড্যাব
তিনি বলেন, ‘কিন্তু আমাদের নেত্রীকে (খালেদা) মিথ্যা মামলায় সাজা দিয়ে সুপরিকল্পিতভাবে তিলে তিলে হত্যা করা হচ্ছে।’
ফখরুল সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, জনগণ জেগে উঠতে শুরু করেছেন। চিকিৎসার অভাবে খালেদা জিয়ার খারাপ কিছু হলে গণঅভ্যুত্থানের মাধ্যমে তারা এ সরকারকে সরাবে।
খালেদা জিয়ার বর্তমান স্বাস্থ্যগত অবস্থা নিয়ে বিএনপির মহাসচিব বলেন, তার রক্তক্ষরণ হচ্ছে। এটা যদি দীর্ঘদিন ধরে চলে তাহলে তিনি আর বাঁচবেন না।
তিনি বলেন, ‘আপনারা সবাই জানেন তার লিভার সিরোসিস হয়েছে। এটা খুবই মারাত্মক রোগ। আমাদের দেশে এ ধরনের রোগের কোনো চিকিৎসা নেই। এই রোগের চিকিৎসা শুধু যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানিতে ভালো হয়।’
৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্বাস্থ্যগত বিভিন্ন জটিলতা নিয়ে ১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
তার মেডিকেল বোর্ডের সদস্যরা জানিয়েছেন, খালেদা জিয়ার লিভার সিরোসিস ধরা পড়ায় তাকে অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে হবে।
খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই শামীম ইস্কান্দার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে ১১ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আবেদন জমা দেন।
তবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়া কারাগারে ফিরে নতুন করে আবেদন করলে সরকার তার আবেদন বিবেচনা করবেন।
আরও পড়ুন: খালেদার বিদেশে চিকিৎসায় আইন নয়, সরকার বাধা: ফখরুল