বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে সরকারকে বাধ্য করতে ২২ ডিসেম্বর থেকে ৩২ জেলায় সমাবেশ করতে যাচ্ছে বিএনপি।
বুধবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দল ও সহযোগী সংগঠনের যৌথসভা শেষে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, আমাদের নেত্রী খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আমরা জেলা পর্যায়ে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি। কর্মসূচি ২২ ডিসেম্বর থেকে শুরু হবে এবং ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে।
আরও পড়ুন: সরকারকে ক্ষমতাচ্যুত করতে ফের আন্দোলনের হুঁশিয়ারি বিএনপির
বিএনপি নেতা জানান, জনসভা সফল করতে সিনিয়র নেতাদের সমন্বয়ে বিভিন্ন টিমও গঠন করেছেন।
কর্মসূচির অংশ হিসেবে দলটি ২২, ২৪ ও ২৬ ডিসেম্বর প্রতিদিন ছয়টি সমাবেশ করবে এবং ২৮ ও ৩০ ডিসেম্বর প্রতিদিন সাতটি সমাবেশ করবে।
২২ ডিসেম্বর টাঙ্গাইল, হবিগঞ্জ, যশোর, বগুড়া, দিনাজপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় ছয়টি জনসভা অনুষ্ঠিত হবে। এইদিন টাঙ্গাইলে সমাবেশে বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।
এর আগে একই দাবিতে সারাদেশে মানববন্ধন, গণঅনশন, সমাবেশ ও ডিসি অফিসে স্মারকলিপি দিয়েছে বিএনপি।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ঢাকা দক্ষিণ মহানগরের আহ্বায়ক আবদুস সালাম, উত্তর মহানগরের আহ্বায়ক আমানুল্লাহ আমান প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: খালেদা জিয়ার খারাপ কিছু হলে সব দায় সরকারকে নিতে হবে: বিএনপি