বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুম ও দমনমূলক কর্মকাণ্ড বন্ধ করতে বর্তমান আওয়ামী লীগ সরকারকে গণআন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করতে হবে।
তিনি বলেন, এটা এখন প্রমাণিত যে বিএনপির নেতাকর্মীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছে। সে কারণেই যুক্তরাষ্ট্র র্যাব এবং এর বর্তমান ও সাবেক কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
শনিবার জাতীয়তাবাদী কৃষকদলের আয়োজিত এক ইফতার পার্টিতে বিএনপি নেতা আরও বলেন, বর্তমান সরকারকে ক্ষমতা থেকে উৎখাত না করলে বাংলাদেশের অস্তিত্ব হুমকির মুখে পড়বে।
আরও পড়ুন: নির্বাচনে বিএনপির অংশগ্রহণ ‘বিদেশিদের’ পরামর্শের ওপর নির্ভর করছে না: খন্দকার মোশাররফ
তিনি বলেন, দমন ও গুমের ঘটনা থেকে পরিত্রাণ পেতে বর্তমান শাসনকে উচ্ছেদ করে গণমুখী সরকার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। আমাদের এটা করতে হবে গণআন্দোলনের মাধ্যমে।
বিএনপি নেতারা বলেন,গুমের শিকার প্রায় ৬০০ পরিবার দীর্ঘদিন ধরে তাদের নিখোঁজ ছেলে, বাবা, ভাই ও স্বামী ফিরে পাওয়ার অপেক্ষায় আছে।
তিনি বলেন, ‘জাতিসংঘের সনদ অনুযায়ী জোরপূর্বক গুম মানবাধিকারের গুরুতর লঙ্ঘন। আওয়ামী লীগ সরকার গত কয়েক বছর ধরে এটাই করে আসছে। তারা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে থাকা রাজনৈতিক নেতা-কর্মীদের হত্যা ও গুম করছে।’
অনুষ্ঠানে কৃষকদলের পক্ষ থেকেও গুমের শিকার ৫০ পরিবারের সদস্যদের ঈদ উপহার দেয়া হয়।
আরও পড়ুন: বিরোধী দলকে দমনে নতুন খেলা শুরু করেছে সরকার: ফখরুল