সরকার গ্যাসের দাম বৃদ্ধির পাঁয়তারা করছে জানিয়ে জনগণ কোনোভাবেই তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বিএনপি।
শুক্রবার এক আলোচনা সভায় বিএনপির সিনিয়র নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘ভোক্তা পর্যায়ে দুই চুলার গ্যাসের দাম ৯৭৫ টাকা থেকে বাড়িয়ে ২১০০ টাকা এবং এক চুলার দাম ৯২৫ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ অযৌক্তিকভাবে গ্যাসের দাম তিনগুণ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।’
বিএনপি নেতা বলেন, ‘আমরা পরিষ্কারভাবে বলতে চাই গ্যাসের দাম বৃদ্ধি করা যাবে না। গ্যাসের দাম বৃদ্ধি অযৌক্তিক। আমরা এই ধরনের পদক্ষেপের তীব্র নিন্দা জানাই।’
জাতীয় প্রেসক্লাবে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির ঢাকা দক্ষিণ ও উত্তর শাখা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
আরও পড়ুন: বিএনপির বিদেশে লবিস্ট নিয়োগের সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আছে: তথ্যমন্ত্রী
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোশাররফ বলেন, সরকার কয়েকদিন আগে জ্বালানি তেল, ডিজেল ও বিদ্যুতের দাম বাড়িয়েছে, এতে জনগণের চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, সরকার জনগণের পকেট থেকে টাকা নিয়ে বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছে এবং ক্ষমতাসীনদের বড় কমিশন পাওয়ার সুযোগ তৈরি করছে।
ক্ষমতাসীন দলের নেতারা লুটপাট ও ‘দুর্নীতি’ করে বিপুল অর্থ বিদেশে পাচার করছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।
তিনি বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় জনদুর্ভোগ নিয়ে তারা কোনো চিন্তা করে না।
মোশাররফ বলেন, ‘আমরা এ সরকারের অন্যায় কর্মকাণ্ড আর সহ্য করব না। এই সব অন্যায় থেকে মুক্তি পেতে আমাদের অবশ্যই এই শাসনের পতন নিশ্চিত করতে হবে। আসুন আমরা সবাই মিলে এই লক্ষ্য অর্জনে কাজ করি।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) শান্তিরক্ষা মিশনে নিষেধাজ্ঞার জন্য প্রায় ১২টি মানবাধিকার (এইচআর) সংস্থার জাতিসংঘে চিঠির বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগ মনে করেছিল মানুষের ওপর দমন-পীড়নের পরিণতি কাটিয়ে উঠতে পারবে।
বিএনপি নেতা বলেন, ‘সারা বিশ্ব এখন জানে যে বাংলাদেশে কোনো মানবাধিকার নেই... বাংলাদেশের একটি সংস্থা ও তার কিছু উচ্চপদস্থ কর্মকর্তার ওপর মার্কিন সরকার নিষেধাজ্ঞা দিয়েছে। এটা জাতি হিসেবে আমাদের জন্য লজ্জার ব্যাপার।’
দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ এবং গণতান্ত্রিক ও নির্বাচিত সরকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মর্যাদা পুনরুদ্ধার করতে সর্বস্তরের জনগণ ও সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মোশাররফ।
আরও পড়ুন: ইসি নয়, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের প্রতিই বিএনপির মনোযোগ: গয়েশ্বর চন্দ্র রায়