কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বুধবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ এবং আগুন জ্বালিয়ে ও নগর ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকে ছবি পুড়িয়ে বিক্ষোভ করেছেন পদবঞ্চিত নেতা-কর্মীরা।
আরও পড়ুন: চট্টগ্রামে ছাত্রলীগের ওপর হামলার অভিযোগে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা
এর আগে সন্ধ্যায় নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সরকারি হাজী মোহাম্মদ মহসীন কলেজ শাখাসহ নগরীর ১৩ ইউনিটের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
এর পরপরই বিক্ষোভে ফেটে পড়েন পদবঞ্চিত নেতা-কর্মীরা। তারা নগরীর জামালখান, প্রেস ক্লাব, হাজী মহসীন কলেজসহ বিভিন্ন স্থানে সড়কে আগুন জ্বালিয়ে কমিটির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। রাত ১০টা পর্যন্ত চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তারা।
তাদের অভিযোগ, নিয়ম রক্ষার খাতিরে কমিটির নিচের দিকের কয়েকটি পদ দেয়া হয়েছে তাদের।
আরও পড়ুন: চট্টগ্রামে কেন্দ্রীয় যুবলীগ নেতাকে ছুরিকাঘাত, ওয়ার্ড যুবলীগ সভাপতি গ্রেপ্তার
রাতে মহসীন কলেজের সামনে বিক্ষোভকালে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী এক নেতা বলেন, ‘আমরা যে কয়জন মহসীন কলেজ দখল করেছিলাম আমাদের কাউকে কমিটিতে রাখা হয়নি। আমাদের মূল্যায়ন করা হয়নি।’
বিক্ষোভের বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বলেন, ‘রাত সাড়ে ৯টার দিকে মহসিন কলেজের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করার চেষ্টা করেন কলেজ ছাত্রলীগের একাংশ। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’
রানীশংকৈলে নির্বাচনী প্রচারণায় সংঘর্ষ
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে পৌর নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে দুপক্ষে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।
আরও পড়ুন: চট্টগ্রামে ছাত্রলীগের ওপর হামলার অভিযোগে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা
বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগ প্রার্থী মোস্তাফিজুর রহমান (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী রফিউল ইসলাম (কম্পিউটার) সমর্থকদের মধ্যে সংঘর্ষের এই ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতরা হলেন নৌকা সমর্থক বলিদ্বারা-উসধারি গ্রামের আবুল হোসেনের ছেলে ফুলমিয়া, কম্পিউটার সমর্থক জমির উদ্দিনের ছেলে আজারুল ইসলাম, তার ছেলে বেলাল হোসেন, মধ্য ভান্ডারা গ্রামের নাজিম উদ্দিনের ছেলে মতিউর ও তার স্ত্রী সমিরন বেগম।
আরও পড়ুন: রাবিতে উপাচার্যের বাসভবনে তালা, ছাত্রলীগের সাথে বৈঠকে প্রশাসন
সংশ্লিষ্টরা জানান, সন্ধ্যায় ফুলমিয়া ও তার সঙ্গীরা পৌর শহরের রংপুর মার্কেটে আওয়ামী লীগ প্রার্থীর প্রচারণা করতে গেলে স্বতন্ত্র প্রার্থী রফিউলের সর্মথকরা তাতে বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে পাঁচজন আহত হন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: চট্টগ্রামের ২৮ মামলার আসামি সন্ত্রাসী নুরু গ্রেপ্তার
রানীশংকৈল থানার ওসি এসএম জাহিদ ইকবাল বলেন, ‘বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। তবে বৃহস্পতিবার থেকে আমাদের তৎপরতা আরও জোরদার করা হবে।’
তিনি বলেন, ‘নৌকা প্রার্থীর পক্ষ থেকে একটি এজাহার পাওয়া গেছে।’