বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন স্থান থেকে পুলিশ কমপক্ষে ১০ নেতা-কর্মীকে আটক করেছে বলে দাবি করেছে দলটি। তবে, পুলিশের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে।
আজ সন্ধ্যায় বিএনপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হরতালের সমর্থনে নগরীর কালামিয়া বাজার এলাকায় পূর্ব বাকলিয়া ওয়ার্ড মহিলাদলের মিছিল করার সময় ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদক কহিনুর আকতার, সখিনা বেগম ও আনিকা মনিকে আটক করে বাকলিয়া থানা পুলিশ।
এছাড়া, বুধবার বিকালে চট্টগ্রাম আদালতে মামলার হাজিরা দিয়ে ফেরার সময় রেজিস্ট্রি অফিসের সামনে থেকে দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির সহসভাপতি আবদুর রহিম, যুগ্ম সম্পাদক হাসান রুবেল, প্রচার সম্পাদক মো. হেলাল, বিএনপি নেতা মো. শাহাবুদ্দিন ও মো. রুবেলকে আটক করেছে হালিশহর থানা পুলিশ।
অন্যদিকে, বুধবার রাতে চকবাজার থানা যুবদলের আহ্বায়ক মো. সেলিমকে বহদ্দারহাট থেকে চান্দগাঁ থানা ও বক্সির হাট ওয়ার্ড যুবদল নেতা মো. বেলালকে শাহ আমানত সংযোগ সড়ক থেকে আটক করেছে বাকলিয়া থানা পুলিশ।
তবে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আফতাফ আহমেদ জানিয়েছেন, আজ বাকলিয়া এলাকায় বিএনপির কোনো নেতা-কর্মী আটক নেই।
এদিকে, হরতালের সমর্থনে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল হালিম শাহ আলম ও সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল হালিম স্বপনের নেতৃত্বে জামাল খান মোড় থেকে গণি বেকারি ও চট্টগ্রাম কলেজ এলাকায় বিএনপির নেতা-কর্মীরা পিকেটিং ও বিক্ষোভ মিছিল করে।
আরও পড়ুন: প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি পেশ গ্রেপ্তার ও কারাবন্দি বিএনপি নেতা-কর্মীদের স্বজনদের