সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম আবু ছালেম মো. নোমান এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মাসুমকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন জানায়। অন্যদিকে, মাসুমের পক্ষে অসুস্থতার কারণ দেখিয়ে জামিন আবেদন করা হয়।
শুনানি শেষে বিচারক স্বাস্থ্য পরীক্ষার পর আসামিকে ২ দিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন বলে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক সন্তোষ কুমার চাকমা জানিয়েছেন।
পিবিআই চট্টগ্রামের একটি দল রবিবার রাতে রাজধানীর বনানী এলাকা থেকে এক সময়ের দুর্ধর্ষ সন্ত্রাসী মাসুমকে গ্রেপ্তার করে সোমবার সকালে চট্টগ্রামে নিয়ে আসে।
সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিতর্কিত এ আওয়ামী লীগ নেতার দুটি অস্ত্রের লাইসেন্স বাতিল করে। শনিবার তিনি নিজেই খুলশী থানায় উপস্থিত হয়ে তার অস্ত্র দুটি পুলিশের কাছে হস্তান্তর করেন।
প্রসঙ্গত, ২০১৭ সালের ৬ অক্টোবর নগরীর দক্ষিণ নালাপাড়া এলাকার বাসা থেকে নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে টেনে-হেঁচড়ে বের করে রাস্তায় কুপিয়ে হত্যা করা হয়।