বিএনপি অভিযোগ করেছে, কারাগারে তাদের নেতা-কর্মীরা মানবিক সংকটের সম্মুখীন হচ্ছেন। কারাগারের ওয়ার্ডগুলোতে ইতোমধ্যে ভিড় রয়েছে, যা তাদের স্বাভাবিক ধারণক্ষমতার চারগুণ বেশি।
সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপির 'শান্তিপূর্ণ' আন্দোলনকে নস্যাৎ করতে এবং বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার করতে সরকার তাদের বিরুদ্ধে 'অগ্নিসংযোগের গল্প' তৈরি করছে।
আরও পড়ুন: পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে অংশ নিন: প্রধানমন্ত্রীর উদ্দেশে রিজভী
তিনি বলেন, কারাগারগুলো মানবিক বিপর্যয়ের সাক্ষী। কেরানীগঞ্জ কারাগারে পাঠানো নেতা-কর্মীদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা জানতে পারছেন না আইনজীবী ও স্বজনরা। কারাগারের অভ্যন্তরে প্রতিটি ভবনের ঘনবসতিপূর্ণ ওয়ার্ডে নেতা-কর্মীদের রাখা হয়েছে।
বিএনপির এই নেতা বলেন, প্রতিটি ওয়ার্ডে ৪০-৫০ জন বন্দি রাখা হচ্ছে, যেখানে ১০-১৫ জনের বেশি বন্দি রাখা যাবে না। ‘এমনকি কারাবন্দি বিএনপির নেতা-কর্মীদের দিন বা রাত কোনো সময়ই ওয়ার্ডের বাইরে যেতে দেওয়া হচ্ছে না।’
রিজভী আরও অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার কারণে কারাবন্দি বিরোধী দলীয় নেতা-কর্মীরা নিপীড়নের শিকার হচ্ছেন।
তিনি আরও বলেন, সোমবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপির ২৭৫ জনের বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিরোধী দলের ৯৯৫ জন অনুসারীকে আসামি করে আরও নয়টি মামলা দায়ের করা হয়েছে।
বিএনপির এই নেতা দাবি করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিদিন বিরোধী দলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তারের জন্য তাদের বাড়িতে অভিযান চালাচ্ছে।
তিনি অভিযোগ করেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য চলমান আন্দোলন দমন করতে সরকার বিএনপিকে দোষারোপ করতে যানবাহনে অগ্নিসংযোগের খেলা শুরু করেছে। যার অসংখ্য প্রমাণ এখন মানুষের হাতে রয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগ কার্যালয়ে রওনা হওয়া বাসে যারা আগুন দিয়েছে তাদের একটি ভিডিও রয়েছে। তিনি বলেন, 'প্রতিদিনই বিভিন্ন ঘটনায় এ ধরনের দৃশ্য দেখা যায়। শুধু গণতান্ত্রিক অধিকার আদায়ের শান্তিপূর্ণ আন্দোলন নিয়ে মানুষকে বিভ্রান্ত করতেই বিএনপির বিরুদ্ধে অগ্নিসংযোগের গল্প তৈরি ও প্রচার করা হচ্ছে।’
তিনি বলেন, সরকারপন্থী কিছু টিভি স্টেশনের ক্যামেরাপার্সনরা গাড়ি পোড়ানোর সময় উপস্থিত রয়েছেন। ‘এতে সহজেই বোঝা যায় অগ্নিসংযোগ তাদেরই মাস্টার প্ল্যানের অংশ।’
রিজভী অবরোধ কর্মসূচি চলাকালে কোনো প্ররোচনায় সাড়া না দিয়ে শান্তিপূর্ণভাবে রাস্তায় নামতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
আরও পড়ুন: রাজপথে বিরোধী দলের ব্যাপক উপস্থিতি সরকারকে বিভ্রান্ত করছে: রিজভী