আসামিরা হলেন-ভাকুর্তা ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ সভাপতি আওলাদ হোসেন, সহ সভাপতি ইমরান হোসেন, ক্রীড়া সম্পাদক শাহীন আলম শাহীন, ৪ নম্বর ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক জাফর, যুবলীগ নেতা আসকরুনী ও কবির হোসেন।
আরও পড়ুন: প্রবাসীর স্ত্রীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, যুবলীগ নেতা আটক!
সংশ্লিষ্টরা জানান, ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাপুর মৌজায় ৭৪ দশমিক ০৫ শতাংশ জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন রাজধানীতে বসবাসকারী তোফাজ্জেল হোসেন তুষার ও তার কয়েক বন্ধু। উক্ত জমি দখলের জন্য এলাকার একটি সন্ত্রাসী গ্রুপ সম্প্রতি নানামুখী ষড়যন্ত্র করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ১ মার্চ যুবলীগের সিনিয়র সহ সভাপতি আওলাদ, সহ সভাপতি ইমরান, ক্রীড়া সম্পাদক শাহীন, ৪নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক জাফরসহ যুবলীগ নেতা আসকরুনী ও কবির হোসেনের নেতৃত্বে সন্ত্রাসীরা ১৫-১৬টি মোটরসাইকেল যোগে এসে হামলা চালিয়ে তুষার ও তার দুই বন্ধুকে হত্যার উদ্দেশ্যে গুরুতর আহত করেন। পরে তোফাজ্জেল হোসেন তুষার বাদী হয়ে ভাকুর্তা ইউনিয়ন যুবলীগের ছয় নেতার নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
আরও পড়ুন: কেরানীগঞ্জে চাঁদা তোলার সময় যুবলীগ নেতা আটক
ওই মামলায় আসামিরা বৃহস্পতিবার ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
আসামিদের বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজিসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাদের কারাগারে পাঠানোর খবরে এলাকায় মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
আরও পড়ুন:মানিকগঞ্জে অস্ত্রসহ যুবলীগ নেতা আটক