জামায়াতকে মাঠে নামিয়েছে বিএনপি, অর্থাৎ গোষ্ঠীটি অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার বিকালে রাজধানীর খিলগাঁওয়ে বিএনপি-জামায়াতের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
কাদের বলেন, ‘আমরা তাদের (বিএনপি) ডাকছি না।শেখ হাসিনা যদি পদত্যাগ করেন, সংসদ ভেঙে দিলে তারা কার সঙ্গে বসবে? সরকার পদত্যাগ করলে কি বাতাসের সঙ্গে আলোচনা হবে? মির্জা ফখরুল আজেবাজে কথা বলছেন। ’
ফখরুলের কথায় জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তিনি বলেন, ‘দেশে শান্তিপূর্ণ পরিবেশ চাইলে- তত্ত্বাবধায়ক সরকার, শেখ হাসিনার পদত্যাগ ও সংসদ ভেঙে দিতে হবে এসব বিএনপির মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে।
আরও পড়ুন: নির্বাচনী আলোচনায় কাউকে আমন্ত্রণ জানানোর সুযোগ নেই: আমু
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, যদি গণআন্দোলন চান, গণআন্দোলনের ঢেউ চাইলে, সৎ সাহস থাকলে রাজপথে আসুন, আমরা মাঠে নামব। এটি মোকাবিলা করতে যাচ্ছি।’
ঢাকা মহানগর উত্তর আ’লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি প্রমুখ।
আরও পড়ুন: নির্বাচন নিয়ে আপাতত বিএনপির সঙ্গে সংলাপের কথা ভাবছে না সরকার: কাদের