কোভিড সংক্রমণ রোধে জনগণকে মাস্ক পরিধানের আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, টিকার চেয়ে মাস্ক বেশি কার্যকর।
বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির উদ্যোগে বিভিন্ন প্রতিনিধিদের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
কাদের উপ-কমিটির নেতাদের তৃণমূল পর্যায়ে একাধিক টিম গঠন করে জনগণকে সঠিকভাবে মাস্ক পরতে উৎসাহিত করার নির্দেশ দেন।
তিনি বলেন, ‘আমাদের অবশ্যই প্রতিটি ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে।’
পড়ুন: ২৫ বছর হলেই করোনার টিকা
টিকা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে জানিয়ে কাদের বলেন, দেশে এখন পর্যাপ্ত টিকা রয়েছে এবং পর্যায়ক্রমে বিভিন্ন দেশ থেকে আরও টিকা আসবে।
টিকা নিয়ে আরও কোনো সঙ্কট হবে না বলে কাদের এ সময় আশা প্রকাশ করেন।
সাংসদ ও মন্ত্রীদের সম্পদের হিসাব প্রকাশ সম্পর্কে আ’লীগ নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৎ ও স্বচ্ছ সরকার পরিচালনা করছেন। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তার সরকারের অবস্থান অত্যন্ত কঠোর এবং স্পষ্ট।
কাদের বলেন, সাংসদ ও মন্ত্রীসহ কেউই আইনের ঊর্ধ্বে নয় এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে যেকোন অপরাধের তদন্ত ও ব্যবস্থা নিতে পারে।
আ.লীগ নেতা বলেন, দুদক ইতোমধ্যে অনেক নেতা-কর্মী ও সাংসদদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং এ বিষয়ে সরকার কাউকে রক্ষা করতে হস্তক্ষেপ করেনি।
পড়ুন: কঠোর লকডাউন: ঢাকার রাস্তায় মানুষ ও যানবাহন বেড়েছে
করোনাতেও কৃষি মন্ত্রণালয়ের এডিপি বাস্তবায়নের হার ৯৮ শতাংশ
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আ.লীগ নেতা আবদুর রহমান, এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, রিয়াজুল কবির কাউসার ও সৈয়দ আবদুল আউয়াল শামীম, কুলসুম স্মৃতি এমপি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সভাপতি এমএ হামিদ ও সাধারণ সম্পাদক শামসুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
পরে নেতারা প্রতিনিধিদের মাঝে করোনার সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।