আরও পড়ুন: করোনা: কুষ্টিয়ায় প্রথম টিকা নেবেন হানিফ
তিনি বলেন, ‘বিএনপি প্রথম থেকে করোনা নিয়ে নেতিবাচক কথা বলে আসছে। তারা বলেছিল করোনার টিকা বাংলাদেশে আসবে না, কিন্তু টিকা এসেছে। এর পরে তারা বললো ভ্যাকসিন আগে প্রধানমন্ত্রী নিক, তারপর অন্যরা নেবে। এসব বলে তারা দেশের মানুষের ভেতরে করোনা টিকা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করেছিল। টিকা নিলে মানুষ মারা যেতে পারে তারা এমন ভয়ঙ্কর প্রচারণা চালিয়েছিল। যাতে মানুষ করোনার টিকা না নেয় সেই জন্য তারা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিল। আমরা টিকা নিয়ে প্রমাণ করেছি বিএনপি মিথ্যাচারে লিপ্ত।’
আরও পড়ুন: টিকা নিয়ে লুটপাটের আয়োজন চলছে, অভিযোগ বিএনপির
কুষ্টিয়া জেলার মধ্যে প্রথম টিকা নিয়ে দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা টিকাদান কার্যক্রমের উদ্বোধন করে সাংবাদিকদের হানিফ এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ভ্যাকসিন নেবার পরে আমার মধ্যে কোনো ধরনের অসুস্থতা নেই। ২০ মিনিট পরেও আমি স্বাভাবিকভাবে কথা বলছি। এটা নিরাপদ।’
এ সময় তিনি জনগনকে রেজিস্ট্রেশন করে নির্ভয়ে করোনা ভ্যাকসিন নেবার অনুরোধ জানিয়ে বলেন, এর মাধ্যমে আমরা বাংলাদেশ থেকে করোনাকে চিরতরে নির্মুল করতে সক্ষম হবো।
আরও পড়ুন: টিকার বিকল্প উৎস খুঁজে বের করুন: সরকারকে বিএনপি
করোনা মহামারি থেকে দেশের মানুষকে রক্ষা করার জন্য দ্রুততম সময়ে করোনার টিকা সব জেলা পর্যায়ে পৌঁছে দেবার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান হানিফ।
এসময় কুষ্টিয়ার কুমারখালী খোকসা আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোটেক অনুপ কুমার নন্দী, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সিনিয়র মেডিসিন বিশেষজ্ঞ মুসা কবির, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু করোনার টিকা নেন।
আরও পড়ুন: সরকার প্রতিটি ক্ষেত্রে পরিকল্পনা করে ‘চুরি’ করছে: ফখরুল
উদ্বোধন অনুষ্ঠানে সিভিল সার্জন আনোয়ারুল ইসলাম, জেলা বিএমএমএর সভাপতি ডা. এস এম মুসতানজিদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রবিবার টিকাদান কর্মসূচির উদ্বোধনের দিনে কুষ্টিয়ায় নিবন্ধন করা প্রায় ১০০ জনকে করোনার টিকা দেয়া হয়। জেলায় এ পর্যন্ত প্রায় আড়াই হাজার মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন। সোমবার সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত জেলা ও উপজেলা হাসপাতাল, পুলিশ লাইন্সহ কয়েকটি পয়েন্টে টিকা দেয়া হবে বলে জানা গেছে।
আরও পড়ুন:বিএনপির মুখে নিরাপত্তাহীনতার কথা উঠলে জনগণ আতঙ্কিত হয়: তথ্যমন্ত্রী