বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আক্ষেপ প্রকাশ করে বলেছেন, ঢাকাসহ বাংলাদেশের বড় শহরগুলো ব্যাপক দূষণের কারণে বিষাক্ত গ্যাস চেম্বারে পরিণত হয়েছে।
সোমবার (০১ নভেম্বর) নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। ঢাকা জেলা বিএনপি এ মানববন্ধনের আয়োজন করে।
আরও পড়ুন: নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ
বিএনপির জেষ্ঠ্য এই নেতা বলেন, ‘জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী গ্লাসগো গেছেন। অথচ, দক্ষিণ এশিয়ার মধ্যে ঢাকায় বায়ুদূষণের হার সবচেয়ে বেশি। ঢাকা, চট্টগ্রামসহ বাংলাদেশের অন্যান্য শহরগুলো এক একটি বিষাক্ত গ্যাস চেম্বার। আসলে পুরো বাংলাদেশই একটি বিশাল বিষাক্ত গ্যাস চেম্বারে পরিণত হয়েছে।’
রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী বাংলাদেশের গাছ, মাছ ও পানি ধ্বংস করার পর এখন জলবায়ু পরিবর্তন প্রতিরোধী সম্মেলন কপ-২৬ এ অংশ নিতে গেছেন। এই সম্মেলন তাদের কার্যক্রমের একেবারে স্ববিরোধী কাজ।’
আরও পড়ুন:পরিবেশ তৈরি হলে বিএনপি নির্বাচনে যাবে: ফখরুল
বিএনপি নেতা বলেন, সুন্দরবনের কাছে বাগেরহাটের রামপাল উপজেলায় সব বিরোধী দল, পরিবেশবাদী ও সুশীল সমাজের প্রতিনিধি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিরোধিতা করলেও সরকার তা স্থাপনের অনুমতি দিয়েছে।
যে প্রধানমন্ত্রী সুন্দরবন ধ্বংস করে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছেন, তিনিই গ্লাসগোতে বিশ্ব জলবায়ু সম্মেলনে গেছেন। বিষয়টা এমন যে একজন বৃদ্ধ মহিলা নাচতে চান, কিন্তু তিনি জানেন না যে তার অভিনয় দেখে আর কেউ মজা পাচ্ছে না।’
উল্লেখ্য, রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ‘জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলন কপ-২৬’ ও অন্যান্য অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাজ্য ও ফ্রান্সে দুই সপ্তাহের রাষ্ট্রীয় সফরে স্কটল্যান্ড গেছেন।
আরও পড়ুন: ই-কমার্স কেলেঙ্কারির সঙ্গে আ.লীগের লোকেরা জড়িত: বিএনপি