আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দুর্গাপূজা উদযাপনে বিঘ্নিত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে পূজা উদযাপন কমিটি ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর।
আরও পড়ুন: মির্জা ফখরুলের গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি দেশের মানুষকে আতঙ্কিত করছে: ওবায়দুল কাদের
পরে রাজধানীর বাংলা একাডেমিতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত আলোচনা সভায় যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
এসময় কাদের বলেন,শেখ হাসিনার জন্ম তার বাবা শেখ মুজিবের মতো কষ্ট সহ্য করার জন্য।
বঙ্গবন্ধুর পর বাংলাদেশের সবচেয়ে বিশিষ্ট বাঙালি এবং সৎ,সাহসী ও দক্ষ প্রশাসক শেখ হাসিনা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন,শেখ হাসিনা পরিবর্তনের প্রতীক।
আরও পড়ুন: শেখ হাসিনাকে টার্গেট করে পার পাবেন না: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নূরুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক, বাংলা বিভাগের অধ্যাপক ড. ভীষ্মদেব চৌধুরী ও আওয়ামী লীগের সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।
পরে ওবায়দুল কাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও এককালীন মেধা বৃত্তি বিতরণ করেন।
আরও পড়ুন: মেগাপ্রকল্প বিএনপির ‘মেগা-যন্ত্রণার’ কারণ: ওবায়দুল কাদের