আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতি ধ্বংসের অভিযোগ তুলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের পর আগামী দিনে বৈদেশিক মুদ্রার রিজার্ভও শেষ হয়ে যেতে পারে।
তিনি বলেন, ‘সরকারের পতনের ঘণ্টা বাজতে শুরু করেছে। বর্তমানে বিদ্যুতের সংকট ‘তৈরি হয়েছে, এরপর আমরা জ্বালানি তেলের ঘাটতির মুখোমুখি হব। তারপর আপনারা দেখবেন রিজার্ভ ফুরিয়ে যাচ্ছে।’
শুক্রবার ‘নজিরবিহীন’ লোডশেডিং এবং জ্বালানি ও গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বিএনপির ঢাকা উত্তর মহানগর শাখা আয়োজিত এক সমাবেশে ফখরুল এসব কথা বলেন।
তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের দাম আকাশচুম্বী হওয়ায় দেশের মানুষ চরম দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছে।
এই বিএনপি নেতা বলেন, ‘এই সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করছে। তাদের উদ্দেশ্য একটাই; দুর্নীতি ও লুটপাট করা। তাই আমাদের এখন এক দফা দাবি সরকারের পদত্যাগ।’
তিনি সংসদ ভেঙে দিয়ে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর ও পুনর্গঠিত নির্বাচন কমিশনের অধীনে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পথ প্রশস্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বিএনপির এই নেতা তার দলের নেতাকর্মীদের দিকে ইঙ্গিত করে বলেন, ‘আমাদের হাতে আর সময় নেই, তাই জেগে উঠুন। আমাদের অবশ্যই এই ফ্যাসিবাদী ও দুর্নীতিবাজ শাসকদের উৎখাত করতে হবে।’
আরও পড়ুন: মাথাপিছু আয় বেশি দেখানোর জন্য সরকার কম জনসংখ্যা দেখাচ্ছে: ফখরুল
ফখরুল বলেন, এখন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার ঋণের কথা স্বীকার করলেও, গত সপ্তাহে তিনি তা অস্বীকার করেন।
তিনি বলেন, ‘এভাবে এই সরকার নির্লজ্জ মিথ্যাচারের আশ্রয় নেয় এবং মানুষকে ধোঁকা দেয় ও বোকা বানায়। কিন্তু ভিতরে তারা খালি। তারা অর্থ-সম্পদ নষ্ট করে দেশকে দেউলিয়া বানাচ্ছে।’
বিএনপির জ্যেষ্ঠ এই নেতা দেশের অর্থনৈতিক অবস্থাকে ভীতিজনক বর্ণনা করে বলেন, সরকারের কাছে ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৬ বিলিয়ন ডলারের বেশি নেই। তারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করছে। তাই আওয়ামী লীগকে আর সময় ও সুযোগ দিতে পারি না। তারা যতই ক্ষমতায় থাকবে, ততই দেশের ধ্বংস ত্বরান্বিত হবে।’
দেশে বিদ্যুৎ ও জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই এমন মন্তব্যের জন্য তিনি ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে কটাক্ষ করেন।
তিনি বলেন, ‘স্বল্পতা না থাকলে ৮ ঘণ্টা লোডশেডিং করছেন কেন? আপনি গ্যাস রেশন করছেন কেন? কেনো আজকে বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে এখন অশনি সংকেত?
সরকার দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে বাংলাদেশের জ্বালানি খাতকে ধ্বংস করেছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব।
ফখরুল বলেন,‘শহরের মানুষ এখন দুই-তিন ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হচ্ছেন এবং গ্রামাঞ্চলের মানুষ যেখানে বোরো মৌসুমে সেচের জন্য বিদ্যুতের প্রয়োজন হয়, তারা সাত-আট ঘণ্টা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। কিন্তু এই সরকার হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। বিদ্যুৎ উৎপাদনের নামে বিদেশে টাকা পাচার করেছে।’
আরও পড়ুন: তত্ত্বাবধায়ক সরকারের জন্য পদত্যাগ করলে আপনাদের সঙ্গে চা খাব: প্রধানমন্ত্রীকে ফখরুল
আ.লীগের ‘মেগা দুর্নীতি’ দেশকে অন্ধকার খাদের প্রান্তে পৌঁছে দিয়েছে: ফখরুল