দেশে স্বৈরতন্ত্র প্রাতিষ্ঠানিকভাবে রূপ পেয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
তিনি বলেন, ‘বিএনপি ও আওয়ামী লীগের চরিত্রগত কোন প্রার্থক্য নেই। বর্তমানে দেশে গণতন্ত্র নেই। প্রাতিষ্ঠানিকভাবে স্বৈরতন্ত্রে চলছে।’
মঙ্গলবার দুপুরে ফেনী জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জিএম বলেন, দেশের মানুষ সঠিক কথা বলতে ভয় পায়। দেশের মানুষ চেয়ে আছে তৃতীয় শক্তির দিকে। জাতীয় পার্টি হতে পারে সেই বিকল্প শক্তি। এজন্য দলীয় নেতা কর্মীদের আরও সংগঠিত হওয়ার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: ‘বেগমপাড়ার’ যাত্রীদের জন্য বিমানের ফ্লাইট চালু: মির্জা ফখরুল
তিনি বলেন, ৯১ এর পরের সরকারগুলো এরশাদের নাম মুছে দিতে চেয়েছিল। কিন্ত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পরও তার নাম মুছে দেয়া সম্ভব হয়নি।
জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা বলেন, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে কোন নৈতিক পার্থক্য নেই। দুর্নীতিতে বিএনপি চারবার, আওয়ামী লীগ একবার চ্যাম্পিয়ন হয়েছে। বিএনপি দেশে প্রথম বিচার বহির্ভূত হত্যা শুরু করেছে। বিএনপি গণতন্ত্রের কথা বলে অথচ গণতন্ত্রকে হত্যা করেছে তারা।
তিনি বলেন, রমজান আসন্ন। দ্রব্যমূল্যে দিশেহারা মানুষ। নিত্যপণ্যের বাজারমূল্য চরমে। উন্নয়নের কথা বলে দেশের মানুষকে গলা টিপে মারছে। সামনে যদি ইউক্রেনে যুদ্ধ আরও বেড়ে যায় তাহলে ভবিষ্যৎ কি হবে?
আরও পড়ুন: পল্টনে বাম জোটের হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
জিএম কাদের আরও বলেন, বাংলাদেশে এখন মাত্র তিনটি দল আছে। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি। নির্বাচনের সময় তিনটি জোট হবে। একটি সরকার বিরোধী, আরেকটি সরকারের। বর্তমান সময়ে বিএনপি নেতৃত্ব সংকটে রয়েছে। সুতরাং নেতৃত্ব জাতীয় পার্টির কাছে আসতে পারে। তাই তিনি জাতীয় পার্টির সকল নেতাকর্মীকে সংঘবদ্ধভাবে থাকার আহ্বান জানান।
জেলা আহ্বায়ক মোতাহের হোসেন চৌধুরী রাশেদের সভাপতিত্বে মুজিবুর রহমান ও জহির মজুমদারের সঞ্চালনায় পার্টির প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.)মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় পার্টি মহিলা পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক নাজমা আক্তার এমপি প্রমুখ বক্তব্য দেন।