সরকারের প্রয়োজনীয় হস্তক্ষেপের অভাবে ক্ষমতাসীন দলের ব্যবসায়ী সিন্ডিকেট নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কয়েকশ’ গুণ বেড়েছে। তাদের নিজেদের (ক্ষমতাসীন দলের) লোকজনের মার্কেট সিন্ডিকেট এটা করেছে।’
রবিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম আকাশছোঁয়া হলেও নিয়ন্ত্রণে সরকারের কোনো হস্তক্ষেপ নেই।
রিজভী বলেন, ‘আওয়ামী সরকার দ্রব্যমূল্যের সীমাহীন বৃদ্ধি, অপশাসন, জোরপূর্বক গুম, হত্যা ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশে মানবসৃষ্ট বিপর্যয় সৃষ্টি করেছে।’
গত ১২ বছরে আওয়ামী লীগ সরকার দেশের মানুষকে আরও গরিব করেছে বলেও অভিযোগ করেন এই বিএনপি নেতা।
দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কড়া সমালোচনা করে তিনি বলেন, ‘তার মন্তব্যে প্রকাশ পেয়েছে আওয়ামী লীগ দেশ চালাচ্ছে না। আপনার যখন কিছুই করার নেই তখন দেশ চালায় কে? কোনো অদৃশ্য শক্তি কি দেশ চালাচ্ছে?
আরও পড়ুন: সরকার আবারও গুম, অপহরণে লিপ্ত হচ্ছে: বিএনপি
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, বাণিজ্যমন্ত্রীর বক্তব্য দুর্নীতিবাজদের রক্ষা করা ছাড়া আর কিছুই না।
তিনি বলেন, ‘এটা দেশের বেকার, অর্ধাহারী ও অনাহারী মানুষের সঙ্গে মন্ত্রীর নিষ্ঠুর তামাশাও।’
জনগণের সমস্যা মোকাবিলা করতে না পারলে সরকার কেন বলপ্রয়োগ করে ক্ষমতায় থাকে সে বিষয়েও তিনি প্রশ্ন তোলেন।
রিজভী বলেন, ‘যোগ্য সরকার যখন মানুষের জন্য কিছু করতে পারে না বা ব্যর্থ হয়, তখন পদত্যাগ করে। এটি গণতান্ত্রিক বিশ্বের একটি নিয়ম। কিন্তু আপনারা (সরকার) অবৈধ সংসদের মাধ্যমে নির্লজ্জভাবে ক্ষমতায় এসেছেন।’
তিনি প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে বিএনপির পাঁচ বছরের শাসনামলে দেশকে ৫০ বছর পিছিয়ে দেয়া মন্তব্যের জন্য নিন্দা করেন।
তিনি আরও বলেন, ‘তিনি (জয়) বলেননি যে আওয়ামী লীগ কীভাবে দেশকে এগিয়ে নিয়ে গেছে...তার মন্তব্য থেকে বোঝা যায় যে তিনি একটি অদ্ভুত প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন। মি. জয় উদ্ভট তথ্য প্রদানের প্রধান শিক্ষক।’
আরও পড়ুন: সার্চ কমিটি সরকারের আরেকটি 'আজ্ঞাবহ' ইসি গঠনে কাজ করছে: বিএনপি