বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিদায়ী সিইসি কে এম নুরুল হুদার মতো ব্যক্তিদের তালিকা রাষ্ট্রপতির কাছে পাঠাবে সার্চ কমিটি।
তিনি বলেন, ‘তারা (সরকার) এখন তাদের পুনর্নির্বাচিত হওয়ার ইচ্ছা অনুযায়ী নির্বাচন কমিশন গঠন করবে। তারা একটি সার্চ কমিটি গঠন করেছে এবং এই ধরনের একটি কমিশন গঠনের জন্য একটি আইন করেছে। এই সমস্ত পদক্ষেপ জনগণকে বোকা বানানোর জন্যই নেয়া হয়েছে।’
মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী কৃষকদল আয়োজিত ‘ফসলের মাঠে কৃষকের আত্মহত্যা: ফ্যাসিবাদী শাসনের ছোট্ট চিত্র’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন এই বিএনপি নেতা।
ক্ষমতাসীন দলের সবাইকে নিয়ে সার্চ কমিটি গঠন করা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, ‘একজনও বাদ নেই। তারা আজ (মঙ্গলবার) রাষ্ট্রপতির কাছে নাম পাঠাবেন। হুদার (কেএম নুরুল হুদা) মতো ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন (ইসি) গঠিত হতে পারে।’
আরও পড়ুন: নেতাকর্মীদের রাজপথে নামার আহ্বান ফখরুলের
ক্ষমতাসীন দলের প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা সেচ পাম্প স্থাপনে বাধা দেয়ার প্রতিবাদে গত ২ ফেব্রুয়ারি শেরপুরের নালিতাবাড়ীর শফিউদ্দিন নামে এক কৃষক তার ফসলের খেতে আত্মহত্যা করেন।
ফখরুল বলেন, সরকার বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ভেঙে দিয়েছে। এখন এতে কিছুই নেই।
তিনি সিইসি নুরুল হুদার বিরুদ্ধে সরকারকে নির্বাচনী ব্যবস্থা নষ্ট করতে সহায়তা করার অভিযোগ করে বলেন, ‘তাকে (হুদা) এর জন্য বিচারের মুখোমুখি হতে হবে। বাংলাদেশের জনগণকে তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করা এবং নির্বাচন ব্যবস্থা ধ্বংস করার জন্য তাকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।’
গত ৫ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি আবদুল হামিদ নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত নতুন আইন অনুযায়ী বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের একটি সার্চ কমিটি গঠন করেন।
ইতোমধ্যে কমিটি ছয়টি সভা করেছে এবং পরবর্তী সিইসি এবং অন্যান্য কমিশনার নিয়োগের জন্য রাষ্ট্রপতির কাছে ১০টি নাম প্রস্তাব করার জন্য পেশাদার, সুশীল সমাজের সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের নাম দেয়া হয়েছে। কমিটির আজকের বৈঠকে ১০ জনের নাম চূড়ান্ত করার কথা রয়েছে।
আরও পড়ুন: ইসি গঠনের নামে জনগণকে ধোঁকা দিচ্ছে সরকার: বিএনপি
দাম বৃদ্ধি নিয়ে উদ্বেগ
জনগণের টাকা লুটপাটের জন্যই বারবার বিদ্যুৎ, গ্যাস ও পানির দাম বাড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন ফখরুল।
তিনি বলেন, চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপিকে রাজপথে নামতে হবে।
এই বিএনপি নেতা বলেন, ‘চাল ও ভোজ্যতেলের দাম কেন বাড়ল তার জবাব সরকারকে দিতে হবে। আমাদের সরকারের আমলে প্রতি কেজি চালের সর্বোচ্চ দাম ছিল ১৬-১৭ টাকা, কিন্তু এখন তা ৬০-৭০ টাকা। প্রতি লিটার সয়াবিন তেলের দাম আমাদের আমলে ৫৪ টাকা ছিল, কিন্তু এখন তা ১৮০ টাকা। এর পেছনের কারণ চুরি-দুর্নীতি।’
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, বর্তমান সরকারের শাসনামলে দেশের সব জায়গায় এবং সব সেক্টরকে দুর্নীতি গ্রাস করেছে।
সরকারের মাথাপিছু আয় বৃদ্ধির পরিসংখ্যানও 'ভিত্তিহীন' বলেও অভিযোগ করেন ফখরুল।
আইনশৃঙ্খলা বাহিনী জনগণকে দমন ও হত্যা অব্যাহত রেখেছে মন্তব্য করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘গতকাল (সোমবার) সুনামগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনী এক ব্যক্তিকে আটক করে পিটিয়ে হত্যা করেছে, ঘটনার প্রতিবাদে শত শত মানুষকে রাস্তায় ব্যারিকেড দিতে বাধ্য করেছে।’
তিনি বলেন, স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে এবং প্রতিটি বিশ্ববিদ্যালয়ে প্রবল দুর্নীতি বিদ্যমান।
ফখরুল বলেন, ‘এমন একটি খাত নেই, যেখানে দুর্নীতি নেই। তারা (সরকার) পুরো রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। ’
দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে কৃষকদলের নেতাকর্মীদের সংগঠিত হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।
তিনি বিভিন্ন প্রাসঙ্গিক ইস্যুতে আন্দোলনের মাধ্যমে কৃষকদের অধিকার নিশ্চিত করতে এবং খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য কৃষক দলের নেতৃত্বের প্রতি আহ্বান জানান।
আরও পড়ুন: সার্চ কমিটির কার্যক্রম তামাশা ছাড়া আর কিছু না: বিএনপি