জাতীয় নির্বাচন হলেও বিএনপি আর ক্ষমতায় আসবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘নির্বাচন কমিশন আগামী সাধারণ নির্বাচনের তফসিল ঠিক করবে এবং এ বিষয়ে আমাদের কোনো এখতিয়ার নেই। নির্বাচন যখনই হোক, বিএনপি ক্ষমতায় আসবে না।’
রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কাদের বলেন, ‘আন্দোলনের ধরন দেখে বিএনপি নেতাকর্মীরাই হতাশ। তারা গণঅভ্যুত্থানের কথা বলছে, অথচ তাদের সমাবেশে এক হাজার মানুষও হয় না। শুধু নেতাকর্মীদের নিয়ে আন্দোলন করে ক্ষমতায় আসা যায় না। যে আন্দোলনে সাধারণ মানুষের অংশগ্রহণ নেই, সে আন্দোলন কখনই সফল হবে না।’
আরও পড়ুন: মুক্তিযুদ্ধ বিরোধীদের বিরুদ্ধে সোচ্চার হোন: ওবায়দুল কাদের
তিনি গণমাধ্যমকর্মীদেরকে প্রতি দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, ‘যারা বলে গণমাধ্যমের স্বাধীনতা নেই, তারাই সরকারের সবচেয়ে বেশি সমালোচনা করে। এটা সত্য যে আওয়ামী লীগ সরকার সবসময় গণমাধ্যমের সঙ্গে ছিল, আছে এবং থাকবে। আওয়ামী লীগ সরকারই সাংবাদিকদের জন্য ওয়েজবোর্ড ঘোষণা করেছে।’
তিনি আরও বলেন, ভুল কোনো অপরাধ নয়, কিন্তু অপরাধ করে ভুল লে পর পাওয়া যাবে না।
'চাইল্ড এক্সপ্লয়েটশন' কোনো ভুল নয়, এটা একটি অপরাধ উল্লেখ করে কাদের বলেন, যারা এ ধরনের অপরাধ করে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, ‘পৃথিবীর উন্নত কোনো দেশে কেউ এ ধরনের অপরাধ করলে ওই পত্রিকার লাইসেন্স বাতিল করা হত। কিন্তু শেখ হাসিনা তা করেননি।’
অনুষ্ঠানে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালী ইয়াসির ইনান উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বাংলাদেশকে হেয় করতে প্রথম আলো ও বিএনপি একে অপরের পরিপূরক: ওবায়দুল কাদের