বন্যার্তদের জন্য অর্থ ও ত্রাণসামগ্রীর অপর্যাপ্ত বরাদ্দের জন্য সরকারের নিন্দা জানিয়ে বিএনপি পদ্মা সেতুর উদ্বোধন বন্ধ করে দুর্যোগ কবলিত মানুষের দুর্ভোগ লাঘবে মনোনিবেশ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে শত শত কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। কিন্তু দেশের সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা ও উত্তরাঞ্চলের প্রায় এক কোটি বন্যা কবলিত মানুষের জন্য বরাদ্দ একেবারেই অপ্রতুল।
তিনি বলেন, সরকার বন্যার্তদের জন্য এ পর্যন্ত ১০০ টন চাল, ৩০ লাখ টাকা ও পাঁচ হাজার টাকার শুকনো খাবার দিয়েছে। ‘তারা ৬০ লাখ টাকা বরাদ্দেরও আশ্বাস দিয়েছেন। মানে জনপ্রতি মাত্র এক দশমিক পাঁচ টাকা।’
রবিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী দুঃখ প্রকাশ করে বলেন, পদ্মা সেতু উদ্বোধনের জনসভাস্থলে ৫০০ অস্থায়ী টয়লেট বসানোর খরচের এক দশমাংশও বন্যার্তরা পাননি।
আরও পড়ুন: বন্যা কবলিত এলাকাগুলোকে ‘বন্যাদুর্গত এলাকা’ ঘোষণার দাবি বিএনপির
সরকারের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমরা পদ্মা সেতু উদ্বোধনের উৎসব বন্ধ করার দাবি জানাচ্ছি। আপনারা দয়া করে জনগণের দৃষ্টি আকর্ষণের জন্য লোক দেখানো প্রদর্শন বন্ধ করুন।’
বিএনপি নেতা বন্যা কবলিত এলাকাগুলোকে ‘দুর্গত অঞ্চল’ হিসেবে ঘোষণা এবং ক্ষতিগ্রস্ত লাখ লাখ মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পাঠানোর জন্য তাদের দলের দাবি পুনরায় ব্যক্ত করেন।
তিনি দাবি করেন, তাদের দলের নেতাকর্মীরা ত্রাণসামগ্রী বিতরণ করছেন এবং বন্যা কবলিত এলাকায় মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যেতে সহায়তা করছেন।
দেশের ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যে পদ্মা সেতু উদ্বোধনের ব্যাপক পরিকল্পনার জন্য সরকারকে কড়া সমালোচনা করে রিজভী বলেন, একমাত্র স্বৈরাচারী সরকারই এমন কাজ করতে পারে।
তিনি বলেন, ‘শেখ হাসিনা নিজেই তার দলের নেতাকর্মীদের পদ্মা সেতুর দুই পাশে লাখো মানুষের সমাগম উদযাপনের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। কয়েক হাজার বাস ও ৩০০টি লঞ্চ রিক্যুজিশন করা হয়েছে এবং জনসভাস্থলে পাঁচ শতাধিক টয়লেট স্থাপন করা হয়েছে। মাওয়া ও জাজিরা প্রান্তে ৪০ ফুট লম্বা দুটি ম্যুরাল স্থাপন করা হয়েছে।’
এছাড়া সেতু উদ্বোধনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তায় কয়েক হাজার আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে বলেও জানান এই বিএনপি নেতা।
তিনি বলেন, এসব দেখে দেশের মানুষ মনে করে শেখ হাসিনার শাসন প্রাচীন মিশরের ফারাওদের শাসনকে ছাড়িয়ে গেছে।
আরও পড়ুন: আমরা জানতাম কুমিল্লা সিটি নির্বাচনে এমন হবে: ফখরুল
অর্থমন্ত্রীর কর্মকাণ্ডের সঙ্গে সংবিধান ও নৈতিকতার সংযোগ নেই: ফখরুল