বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পক্ষপাতদুষ্ট বক্তব্যে প্রকাশ পেয়েছে, সরকার আরেকটি একতরফা জাতীয় নির্বাচন করতে যাচ্ছে।
তিনি বলেন, শনিবার (১৯ আগস্ট) পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক হয়েছে। বৈঠকে এক পুলিশ অফিসারের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তার বক্তব্য শুনে বুঝতে পারলাম না তিনি পুলিশ অফিসার নাকি শাহবাগ আওয়ামী লীগের প্রচার সম্পাদক।
আরও পড়ুন: সরকার পদত্যাগ না করা পর্যন্ত বিএনপি নির্বাচনে যাবে না: রিজভী
রবিবার (২০ আগস্ট) মানববন্ধন কর্মসূচিতে বিএনপির এই নেতা বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা যখন হাছান মাহমুদ (তথ্যমন্ত্রী) এবং যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের ভাষায় কথা বলেন- তখন আভাস পাওয়া যায় আগামী নির্বাচন কতটা ভয়াবহ হবে।
রিজভী বলেন, জনগণ ও ভোটাররা নির্বাচনে যোগ দিতে পারবেন না, বিরোধী দলগুলোর অংশগ্রহণের কথা বাদই দিলাম। কারণ সেই নির্বাচন হবে নাটকীয়ভাবে একতরফা।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রবিবার (২০ আগস্ট) সংগঠনের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রানার মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে জাতীয়তাবাদী তাঁতীদল ঢাকা দক্ষিণ মহানগর শাখা।
রিজভী আশঙ্কা করেন যে, বর্তমান পুলিশ-প্রশাসন ভোটারদের ভোটকেন্দ্রে যেতে নিরুৎসাহিত করতে তাদের মধ্যে আতঙ্ক ছড়াবে এবং যারা নির্বাচনের সময় বিরোধী দলের পক্ষে নির্বাচনী প্রচারে যাবে তাদের গ্রেপ্তার করবে।
তিনি বলেন, এই হলো পক্ষপাতদুষ্ট পুলিশ প্রশাসন। এভাবেই একতরফা নির্বাচনের বড় নীলনকশা তৈরি করছেন শেখ হাসিনা এবং জনগণের ম্যান্ডেট ছাড়াই আবার নির্বাচন করছেন।
রিজভী বলেন, আওয়ামী সরকার সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কারণ এখন মাত্র দু-একটি দেশ এই সরকারের সঙ্গে আছে।
বিএনপি নেতা বলেন, তারা শুনেছেন যে- বাংলাদেশের বর্তমান ‘অবৈধ’ শাসনের পক্ষে লিখতে আওয়ামী লীগের একজন প্রভাবশালী মন্ত্রী ভারতের কলকাতার এক সাংবাদিককে দুই টন ইলিশ মাছ পাঠিয়েছেন। এই ঘটনা কতটুকু সত্য আমরা তা জানি না। কিন্তু এমন শোনা কথা যাচ্ছে।
রিজভী বলেন, ভারত একটি গণতান্ত্রিক দেশ এবং সেখানে অনেক বিবেকবান সাংবাদিক আছেন যারা বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের জন্য লিখছেন। হয়তো দু-একজন সাংবাদিককে ইলিশ মাছ দিয়ে কেনা যাবে, কিন্তু সবাইকে নয়।
ঢাকা মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনকে নগরীর নাইটিঙ্গেল ক্রসিং থেকে গ্রেপ্তার করায় গোয়েন্দা পুলিশের (ডিবি) নিন্দা জানান এবং অবিলম্বে তার মুক্তি দাবি করেন তিনি।