পবিত্র রমজান মাসকে সামনে রেখে সব পণ্যের দাম আকাশচুম্বী হওয়ায় সরকার বাজার নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘সরকার জনগণের সমস্যা সমাধানে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতেও ব্যর্থ হয়েছে।’
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা আয়োজিত পাঁচ ঘণ্টাব্যাপী প্রতীকী গণঅনশন কর্মসূচিতে এসব কথা বলেন মির্জা ফখরুল।
আরও পড়ুন: বিএনপিতে ‘নেতৃত্ব সংকট’ নেই, কাদেরকে ফখরুল
গণঅনশন কর্মসূচি সকাল ১০টায় শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত চলে।
নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও ইউটিলিটি সার্ভিসের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপি ও এর সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতা-কর্মী এ কর্মসূচিতে যোগ দেন।
মির্জা ফখরুল এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এতে দলটির স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির ঢাকা উত্তর ও দক্ষিণ শাখার আহ্বায়কসহ জ্যৈষ্ঠ নেতারা অংশ নেন।
আরও পড়ুন: স্বাধীনতা পদক প্রদানে স্বজনপ্রীতির অভিযোগ বিএনপির
তিনি বলেন, ‘রবিবার থেকে শুরু হওয়া রমজান সারা বিশ্বের মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাস। কিন্তু এই সরকার কি করছে? সরকার ও তাদের ব্যবসায়ী সিন্ডিকেটের লাগামহীন লোভের কারণেই সব কিছুর দাম আকাশচুম্বী হয়েছে।’
দেশের বর্তমান পরিস্থিতি থেকে মুক্তি পেতে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করতে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান বিএনপির মহাসচিব। ‘এই অনির্বাচিত সরকার দেশে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে।’