আগামী সাধারণ নির্বাচনের সময় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে মাথা ঘামানোর পরিবর্তে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে বিএনপির সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগের কার্যত ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি এ কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, নির্বাচন সংক্রান্ত যাবতীয় বিষয় নির্বাচন কমিশনের অধীনে রয়েছে যা ভোট গ্রহণকে অবাধ ও সুষ্ঠু করতে যেকোনো পদক্ষেপ নেয়ার ক্ষমতা রাখে।
আরও পড়ুন: অরাজকতা সৃষ্টি করলে কঠোর হাতে দমন: ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকালীন সরকার শুধুমাত্র নিয়মিত দায়িত্ব পালন করে এবং শান্তিপূর্ণ অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য ইসিকে সহায়তা করে।
কাদের বিএনপি নেতা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক আওয়ামী লীগের দুঃশাসন থেকে মুক্তি পেতে জনগণ বিএনপিকে ভোট দেবে এমন মন্তব্যকে উড়িয়ে দিয়েছেন।
তিনি বলেন, বাস্তবতা হচ্ছে জনগণ আওয়ামী লীগকে বিএনপির দুঃশাসন থেকে মুক্ত করতে ভোট দিয়েছে।
আরও পড়ুন: আন্দোলনের নামে অগ্নিসংযোগ নয়: ওবায়দুল কাদের
সেতু মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনে মানুষ খুশি। তারা তাদের আবার বিএনপির ফাঁদে ফেলতে দেবে না।
কাদের বলেন, ভোটাররা অনেক আগেই বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন এবং সাম্প্রতিক উপনির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনেও এটি স্পষ্ট হয়ে উঠেছে।
কাউন্সিলে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডা. আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, আইন বিষয়ক সম্পাদক নজিবুল্লাহ হিরু, এমপি সাগুফতা ইয়াসমিন এমিলি প্রমুখ।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভের নিন্দা কাদেরের