সরকারের বিরুদ্ধে আন্দোলনের নামে দেশে কেউ অরাজকতা সৃষ্টি করলে কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘আগুন সন্ত্রাসীদের মানুষ বয়কট করেছে। এ দেশে তারা আর কখনও ক্ষমতায় যেতে পারবেন না।’
মঙ্গলবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার এলাকায় গাবতলী আমিনবাজার দ্বিতীয় সেতুর নির্মাণ কাজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: তত্ত্বাবধায়ক সরকার এখন মিউজিয়ামে, মীমাংসার সুযোগ নেই: সেতুমন্ত্রী
ওবায়দুল কাদের বলেন, বিএনপির যেকোন আন্দোলন দমন করার জন্য সরকার প্রস্তুত রয়েছে। মুখে বললেই হবে না সক্ষমতা থাকলে করে দেখান। অতীতে ইতিহাস সকলেই জানে। বিএনপি আগুন সন্ত্রাস করে বহু গাড়ি, বাড়ি, ভূমি অফিসসহ নানা স্থাপনা পুড়িয়ে দিয়েছে। তাই বিএনপি এখন জনবিচ্ছিন্ন।
আরও পড়ুন: আগামী জুনের মধ্যে পদ্মা সেতু উন্মুক্ত করে দেয়া হবে: সেতুমন্ত্রী
দেশে আন্দোলনের নামে কোন দল বিশৃঙ্খলা সৃষ্টি করলে তা কঠোর হাতে দমন করা হবে জানিয়ে তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন যথা সময়ে হবে ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনে কে আসলো আর আসলো না কারো জন্যে নির্বাচন বসে থাকবে না।’
মন্ত্রীর সাথে এসময় সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।