৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার রাজধানীতে বিশাল বর্ণাঢ্য সমাবেশ করেছে বিএনপি।
কর্মসূচিতে অংশ নিতে দুপুর থেকেই বিএনপি ও এর সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী রঙিন পোশাক ও ক্যাপ পরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভিড় জমায়।
সংক্ষিপ্ত বক্তব্যের পর দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আরও পড়ুন: ১ সেপ্টেম্বর সমাবেশে ৫ লাখ সমাগমের ঘোষণা ছাত্রলীগের
পরে র্যালিটি ফকিরাপুল মোড় থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকার রাজধানী মার্কেটে গিয়ে শেষ হয়।
যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথভাবে পালনে দলের পদক্ষেপের অংশ হিসেবে ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপি এ সমাবেশের আয়োজন করে।
আগের দিন সকাল সাড়ে ১০টার দিকে দলের স্থায়ী কমিটির সদস্যদের নেতৃত্বে দলের নেতা-কর্মীরা জিয়ার শেরেবাংলা নগরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
তারা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত এবং দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাতেও করেন।
আরও পড়ুন: ছাত্রলীগের মহাসমাবেশ: সোহরাওয়ার্দী উদ্যানে হাজারো মানুষের সমাগম