আগামী ১ সেপ্টেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে যে সমাবেশ করতে যাচ্ছে ছাত্রলীগ, সেখানে সারাদেশ থেকে ৫ লাখ নেতা-কর্মী জড়ো করার ঘোষণা দিয়েছে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।
শনিবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।
আরও পড়ুন: সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের ২১ নেতা বহিষ্কার
তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক ছাত্র সমাবেশ হতে যাচ্ছে। এই সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
তিনি বলেন, আমাদের রাজনীতি আদর্শ ও সংবিধানের বিধি-বিধানের ওপর প্রতিষ্ঠিত। আমরা সহিংসতার রাজনীতিতে বিশ্বাস করি না।
ছাত্রলীগের সভাপতি বলেন, বাংলাদেশ ছাত্রলীগ বিশ্বাস করে যে- ১ সেপ্টেম্বরের সমাবেশ হবে এ দেশ ও মানুষের চিরশত্রু, যুদ্ধাপরাধী, জঙ্গি-সন্ত্রাসী, বিএনপি-জামায়াতের জন্য একটি আলটিমেটাম।
১ সেপ্টেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে এই ছাত্র সমাবেশ হবে। ৩১ অগাস্ট এই সমাবেশ করার পরিকল্পনা প্রথমে নিলেও কর্মদিবসে এইচএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি এড়াতে তা এক দিন পিছিয়ে দেওয়া হয়।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ এনান বলেন, আমরা খুব গুরুত্বপূর্ণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের ভবিষ্যৎ ও দেশের ভবিষ্যৎ নির্ধারণের এটাই সময়।
তিনি আরও বলেন, এই গুরুত্বপূর্ণ সময়ে আমরা আগামী ১ সেপ্টেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল ছাত্র সমাবেশের আয়োজন করতে যাচ্ছি।
এর আগে ১৮ আগস্ট ছাত্র সমাবেশের প্রস্তুতি নিতে ছাত্রলীগের বর্ধিত সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: সাঈদীর মৃত্যুতে ফেসবুকে পোস্ট: কিশোরগঞ্জে ছাত্রলীগের ৭ নেতাকে অব্যাহতি
চবি ফটকে তালা দিয়ে রাতে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে ছাত্রলীগের বিক্ষোভ